যাদের নাকের মধ্যে এলার্জির সমস্যা রয়েছে তারা কিন্তু ঘরের বাহিরে যেকোন জায়গায় নাকের কোন প্রোটেকশন ছাড়া বাজার বা রাস্তায় গেলে ধুলাবালি নাকের ভিতরে গেলেই এলার্জি দেখা দেয়। এই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আপনারা যারা নাকের এলার্জির ওষুধের নাম, নাকের এলার্জির স্প্রে নাম, নাকের এলার্জির ভ্যাকসিন, নাকের এলার্জি দূর করার ঘরোয়া উপায় ও নাকের এলার্জি থেকে মুক্তির উপায়। এই সকল বিষয়ে জানতে চান এবং কি নাকের এলার্জির মুক্তি পেতে এ সকল বিষয়ে গুগলের মাধ্যমে সার্চও করে থাকেন। তো আশা করি এই পোস্টটি যদি আপনারা সম্পূর্ণ পড়েন তাহলে নাকের এলার্জি নিরাময় সংক্রান্ত যে সকল তথ্যগুলো রয়েছে, সেই সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন।
নাকের এলার্জি ঔষধ এর নাম
যাদের নাকের এলার্জির সমস্যা রয়েছে তাদের মধ্যে অনেকেই এই নাকের এলার্জির ওষুধের নাম সম্পর্কে জানতে চান। নাকের এলার্জির ওষুধের নাম সম্পর্কে জানার আগে আরেকটি বিষয়ে জানা উচিত সেটি হচ্ছে এই নাকের এলার্জি কিন্তু অনেকের বংশগত হয়ে থাকে আবার অতিরিক্ত ধুলাবালি বা অপরিষ্কার জায়গায় থাকার কারণেও হয়ে থাকে। তো তাহলে চলুন নিচ থেকে দেখে নেওয়া যাক নাকের এলার্জি নিরাময়ের জন্য বর্তমানে বাজারে যে সবচেয়ে ভালো ওষুধ গুলো রয়েছে সেই ওষুধের নাম।
১. অ্যালারনেক্স ( Alernex 120 MG Tablet )
২. গ্লেনফাইন ( Glenfine 120 MG Tablet )
৩. হিস্টাকাইন্ড ( Histakind 120 MG Tablet )
৪. লোরাটিন ( loratin 10 MG Tablet )
৫. ন্যাসিভিওন ( Nasivion Allergy 120 MG Tablet )
৬. সিটিজেন ( Citizen 10 MG Tablet )
৭. এলাট্রল ( Alatrol 10 MG Tablet )
তাহলে উপরে দেখতেই পাচ্ছেন যে বর্তমানে এলার্জির ট্যাবলেট এর মধ্যে বাজারে সবচেয়ে জনপ্রিয় ও ভালো কাজ করে সেই ওষুধগুলোর নাম। এই ওষুধগুলোর মধ্যে যেকোনো একটি ওষুধ যদি নাকের এলার্জির জন্য খেতে চান আশা করি ভালো ফলাফল পাবেন।
নাকের এলার্জির স্প্রের নাম
যারা নাকের এলার্জি নিরাময়ের জন্য নাকের এলার্জির স্প্রের নাম সম্পর্কে জানতে চান, তারা চাইলে নিচ থেকে দেখে নিতে পারেন যে বর্তমানে নাকের এলার্জির কিছু ভালো স্প্রের নাম। যে স্প্রে গুলো নাকের এলার্জির জন্য খুব দ্রুত কাজ করে থাকে।
১. নিউট্রিশন স্প্রে ( Neotison nasal spray )
২. ন্যাসোক্যান নাজাল স্প্রে ( Nasocan nasal spray )
৩. মেটাস্প্রে নাসাল স্প্রে ( Metaspray nasal spray )
৪. রেস্পিজেন নাজাল স্প্রে ( Respizen nasal spray )
৫. আবাস্প্রাই স্প্রে ( Avaspray nasal spray )
৬. এন্টাজল প্লাস স্প্রে ( Antazol plus – nasal spray )
৭. জাইলোকন স্প্রে ( Xylocon nasal spray )
আরো জানতে পড়ুন,
»
তাহলে নাকের এলার্জির জন্য যদি কোন স্প্রে ব্যবহার করতে চান, উপরের দেওয়া স্প্রেগুলোর মধ্যে যেকোনো একটি স্প্রে ব্যবহার করতে পারেন। কারণ বর্তমানে নাকের এলার্জির জন্য উপরের স্প্রেগুলো সবচেয়ে জনপ্রিয় ও কার্যকারী স্প্রে।
নাকের এলার্জির ভ্যাকসিন
নাকের এলার্জির ভ্যাকসিন সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন না, তো আপনারা যারা নাকের এলার্জির ভ্যাকসিন সম্পর্কে জানেন তারা চাইলে নাকের ভ্যাকসিন নিতে পারেন। এই নাকের এলার্জির ভ্যাকসিনের মধ্যে সবচেয়ে ভালো ভ্যাকসিন গুলোর নাম হচ্ছে যেমনঃ ইমুনোথেরাপি ভ্যাকসিন ( Immunotherapy vaccine ) ও এলার্জেন ভ্যাকসিন ( Allergen vaccine ). তো আপনারা যদি নাকের ভ্যাকসিন ব্যবহার করতে চান তাহলে এই দুইটি ভ্যাকসিনের মধ্যে যেকোনো একটি ভ্যাকসিন ব্যবহার করতে পারেন। এতে আশা করা যায় ভালো ফলাফল পাবেন।
নাকের এলার্জি দূর করার ঘরোয়া উপায়
নাকের এলার্জি দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে অনেকেই জানতে চান, নাকের এলার্জির সমস্যা যাদের আছে তারাই ভালো জানেন যে এই সমস্যাটা নিজেকে কি রকম একটা নাজেহাল অবস্থা করে ফেলে। তো যাই হোক নাকের এলার্জি দূর করার ঘরোয়া উপায় গুলোর মধ্যে সর্বপ্রথম যা করা উচিত যেমনঃ জামা-কাপড় ও বিছানা সব সময় পরিষ্কার রাখতে হবে, অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করা যাবে না, পশু-পাখি থেকে দূরে থাকতে হবে, অ্যালকোহল বা ক্যামিকেল যুক্ত কোন প্রোডাক্ট ব্যবহার বা খাওয়া যাবে না, অতিরিক্ত ধুলাবালিতে কোন কাজ, খেলাধুলা বা দাঁড়িয়ে থাকা যাবে না। এই সকল উপায় গুলো অবলম্বন করে নাকের এলার্জি দূর করা সম্ভব।
নাকের এলার্জি থেকে মুক্তির উপায়
নাকের এলার্জি থেকে মুক্তির উপায় কি, উপরে যে নাকের এলার্জির ওষুধ, স্প্রে ও ভ্যাকসিন গুলো দেখেছেন এগুলোর ব্যবহারের মাধ্যমে মুক্তি পাওয়া যায়। তবে এছাড়াও নিজের উপর নির্ভর করে আরো কিছু নিয়ম অনুসরণ করে নাকের এলার্জি থেকে মুক্তি পাওয়া যেতে পারে খুব সহজেই সেগুলো হচ্ছে যেমনঃ রাস্তাঘাটের ধুলোবালি, ফুলের রেনু, পশুপাখির লোম, নির্গত বিভিন্ন কিছুর ধোয়া হতে পারে যেমন কলকারখানার ধোয়া, গাড়ির ধোয়া, সিগারেটের ধোঁয়া ইত্যাদি। এই সকল জিনিস থেকে যতটা সম্ভব নিরাপদে থাকতে হবে তা না হলে নাকের এলার্জি কোন ভাবেই নিরাময় করা সম্ভব নয়।
এবং যদি যে খাবারগুলোতে এলার্জি হতে পারে সেই খাবারগুলো ত্যাগ করেও এলার্জি নিরাময় করা সম্ভব খাবারের ক্ষেত্রে যেমনঃ চিংড়ি, ইলিশ, গরুর মাংস, হাঁসের মাংস ও ডিম, কচু, বেগুন, পুঁইশাক ইত্যাদি। এই সকল খাবারগুলো যদি বর্জন করতে পারেন তাহলে আশা করি শুধু নাকের এলার্জি নয় শরীরের যে কোন এলার্জি থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব।
নাকের এলার্জির ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া
নাকের এলার্জির ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, এই কারণেই এই বিষয়ে অনেকেই জানতে চান। তো আপনারা যদি নাকের এলার্জির ওষুধের পুরো প্যাকেট কিনে নেন তাহলে সেই প্যাকেটের ভেতর কাগজের মধ্যে সেই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকে। আর যারা পুরো প্যাকেট না কিনে ২-৪ ট্যাবলেট কিনে নেন বা স্প্রে কিনে নেন তারা জানতে চান এই নাকের এলার্জির ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। তাহলে চলুন নিচ থেকে দেখে নেওয়া যাক নাকের এলার্জির ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে।
» ঘুম ঘুম ভাব হওয়া
» শরীর ক্লান্ত হওয়া
» মাথাব্যথা
» বমি বমি ভাব
» মুখ শুষ্ক হওয়া
» ওজন বৃদ্ধি
» উচ্চ রক্তচাপ
উপরের দেওয়া টিপস গুলো ও ওষুধগুলো সঠিক ভাবে ব্যবহার করতে পারলে কাজে লাগবে ইনশাল্লাহ।
সর্বশেষ কিছু কথাঃ
প্রিয় পাঠক ভাই ও বোনেরা তো আপনারা যদি পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকেন, তাহলে আশা করি নাকের এলার্জি সংক্রান্ত যে সকল তথ্য জানা প্রয়োজন সেগুলোর সম্পর্কে জানতে পেরেছেন। তো এরকম যদি আরো বিভিন্ন ধরনের পোস্ট এর প্রয়োজন হয় তাহলে এই সাইটটি ভিজিট করে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আশা করি সকল তথ্যের সমাধান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।