ঢাকা টু কলকাতা বাস ভাড়া ও সময়সূচী ২০২৫

বর্তমানে ঢাকা টু কলকাতা সড়ক পথে কোন কোন বাস যাতায়াত করে এবং এই বাসগুলোর ভাড়া ও সময়সূচি সম্পর্কে এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হবে। তো যারা ঢাকা টু কলকাতা বাস ভাড়া ও সময়সূচির জন্য বিভিন্ন জায়গায় সংগ্রহ করে থাকেন কিন্তু সঠিক তথ্য পান না আশা করি এই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে কলকাতা এখন বাসের মাধ্যমে খুব সহজে যাওয়া যায়।

এই সার্ভিসটি বাংলাদেশের কিছু জনপ্রিয় বাস সার্ভিস গুলো দিয়ে থাকে। বর্তমান সময়ে মানুষ যে কোন প্রয়োজনে গুগলের এর মাধ্যমে সার্চ করে তাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে থাকে। তো যাই হোক আশা করি আপনারা এই পোস্ট থেকে ঢাকা টু কলকাতা বাস ভাড়া ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ঢাকা টু কলকাতা বাসের তালিকা সমূহ 

ঢাকা টু কলকাতা যাওয়ার জন্য যে বাস গুলো চলাচল করে সে বিষয়ে অবশ্যই আগে জেনে নেয়া উচিত, কারণ ঢাকা টু কলকাতা কোন কোন বাস চলাচল করে সেটা যদি না জানা থাকে তাহলে বাস ভাড়া বা সময়সূচী দিয়ে কি হবে। তাহলে চলুন আগে দেখে নেয়া যাক ঢাকা টু কলকাতা সড়কে কোন কোন বাসগুলো চলাচল করে।

  • গ্রীন লাইন পরিবহন,
  • সৌদিয়া পরিবহন, 
  • দেশ ট্রাভেলস,
  • শ্যামলী পরিবহন, 
  • শ্যামলী এন আর ট্রাভেলস, 
  • সেন্টমার্টিন হেরিটেজ ট্রাভেলস,
  • সোহাগ পরিবহন,
  • রয়েল কোচ। 

আরো পড়ুন,

ঢাকা টু কলকাতা বিমান ভাড়া ২০২৫ ? 

আপনারাও উপরে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই সকল বাসগুলোই বাংলাদেশ থেকে সরাসরি কলকাতা গিয়ে থাকে। তাহলে আপনারা কোন কোন বাস গুলো ঢাকা টু কলকাতা সড়কে চলাচল করে সে বিষয়ে জানতে পেরেছেন তাহলে এখন নিজ থেকে জেনে নিন কোন বাসের ভাড়া কত এবং এর সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য।

ঢাকা টু কলকাতা এসি বাসের ভাড়া ও সময়সূচী 

তো আপনাদের যাদের ঢাকা টু কলকাতার এসি বাসের বর্তমান ভাড়া ও সময়সূচী এর প্রয়োজন তারা চাইলে এই পোস্টটি সম্পন্ন করে বিস্তারিত জেনে নিতে পারবেন। আরেকটি বিশেষ কথা হচ্ছে ঢাকা টু কলকাতা এর দূরত্ব ৩১৩ কিলোমিটার যা অনেকেরই জানা নেই। তাহলে এখন চলুন দেখে নেওয়া যাক ঢাকা টু কলকাতা এসি বাস ভাড়া ও এর সময়সূচী সম্পর্কে।

ক্রমিক নংঃ বাসের নাম এসি বাসের ভাড়া ছাড়ার সময় পৌঁছানোর সময়
০১. গ্রীন লাইন পরিবহন ২০০০ ২২ঃ১৫ ২৩ঃ৫৫
০২. সৌদিয়া পরিবহন ১৬৫০ ২২ঃ১৫ ২৩ঃ৫৫
০৩. দেশ ট্রাভেলস ১৬০০ ২২ঃ১৫ ২৩ঃ৫৫
০৪. শ্যামলী পরিবহন ১৯০০ ২২ঃ১৫ ২৩ঃ৫৫
০৫. শ্যামলী এন আর ট্রাভেলস ২০০০ ২২ঃ১৫ ২৩ঃ৫৫
০৬. সেন্টমার্টিন হেরিটেজ ট্রাভেলস ১৬৫০ ২২ঃ১৫ ২৩ঃ৫৫
০৭. সোহাগ পরিবহন ১৮০০ ২২ঃ১৫ ২৩ঃ৫৫
০৮. রয়েল কোচ ১৭৫০ ২২ঃ১৫ ২৩ঃ৫৫

ঢাকা টু কলকাতা নন এসি বাসের ভাড়া ও সময়সূচী 

যারা নন এসি বাসে ঢাকা টু কলকাতা যাতায়াত করে থাকেন বা যাদের এসি বাসে যাতায়াত করতে সমস্যা হয়। তারা চাইলে এখান থেকে ঢাকা টু কলকাতা নন এসি বাসের বর্তমান ভাড়া ও সময়সূচী সম্পর্কে দেখে নিতে পারেন।

ক্রমিক নংঃ বাসের নাম বাসের ভাড়া ছাড়ার সময় পৌঁছানোর সময়
০১. দেশ ট্রাভেলস ৮৯০ ২২ঃ১৫ ২৩ঃ৫৫
০২. শ্যামলী পরিবহন ১৩০০ ০৭ঃ৩০ ২২ঃ৪৫
০৩. সেন্টমার্টিন হেরিটেজ ট্রাভেলস ৯০০ ২২ঃ১৫ ২৩ঃ৫৫
০৪. সোহাগ পরিবহন ৮৯০ ০৬ঃ৩০ ২২ঃ৩০
০৫. রয়েল কোচ ৯০০ ০৮ঃ৩০ ২৩ঃ৩০

সর্বশেষ কিছু কথা: 

প্রিয় পাঠক ভাই ও বোনেরা এই পোস্টটি যদি আপনারা সম্পূর্ণ করে থাকুন তাহলে আশা করি যে ঢাকা টু কলকাতা বিমান ভাড়া ও সময়সূচী সম্পর্কে জানতে পেরেছেন। তাহলে যদি সঠিক তথ্য পেয়ে থাকেন এবং যদি আপনাদের আরো কোন বাস ভাড়া সম্পর্কে জানার প্রয়োজন থাকে তাহলে এই সাইটটি ভিজিট করে দেখে নিতে পারেন।

Leave a comment