বাংলাদেশ থেকে মিশর সাধারণত সবাই ভ্রমণের জন্যই বেশি গিয়ে থাকেন। তো বাংলাদেশ থেকে মিশর যেতে হয় কিন্তু বিমানের মাধ্যমেই তাছাড়া অন্য কোন যাতায়াত ব্যবস্থা নেই। তো আপনারা যারা বাংলাদেশ থেকে মিশর যেতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বাংলাদেশ তো মিশর এর বর্তমান বিমান ভাড়া সম্পর্কে জানতে চাইবেন। এবং অনেকে আছেন যে বাংলাদেশ টু মিশর বা ঢাকা টু মিশর বিমান ভাড়া সম্পর্কে জানার জন্য গুগল এর মাধ্যমে সার্চও করে থাকেন। তো যাই হোক আপনারা যদি এই পোস্টটি সম্পন্ন পড়ুন তাহলে আশা করি ঢাকা টু মিশর এর বর্তমান বিমান ভাড়া সহ ঢাকা টু মিশর রুটের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও জানতে পারবেন।
ঢাকা টু মিশর বিমান ভাড়া
ঢাকা টু মিশর বিমান ভাড়া সম্পর্কে জানার আগে আপনাদের অবশ্যই আগে জেনে নেয়া উচিত যে ঢাকা টু মিশর রুটে কোন কোন এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলো চলাচল করে থাকে। কারণ এক একটা বিমান কোম্পানির ভাড়া এক এক রকম হয়ে থাকে। তাহলে আপনারা যদি এই বিষয়ে আগে না জানেন তাহলে আপনারা বিমান ভাড়া সম্পর্কে জানতে পারবেন না। তো তাহলে চলুন আগে জেনে নেওয়া যাক ঢাকা টু মিশর রুটে কোন কোন বিমান কোম্পানির বিমানগুলো চলাচল করে থাকে।
» কাতার এয়ারওয়েজ,
» কুয়েত এয়ারওয়েজ,
» জাজিরা এয়ারওয়েজ,
» ইতিহাদ এয়ারওয়েজ,
» এয়ার আরাবিয়া,
» ওমান এয়ার,
» গালফ এয়ার,
» সৌদি আরবিয়ান এয়ারলাইন্স,
» বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,
» এমিরেটস এয়ারলাইন্স,
» টার্কিশ এয়ারলাইন্স,
» শ্রীলঙ্কান এয়ারলাইন্স ও
» মালয়েশিয়া এয়ারলাইন্স।
আরো জানতে পড়ুন,
» বাংলাদেশ টু ওমান বিমান ভাড়া ২০২৪ ?
» বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত ২০২৪ ?
তাহলে দেখতেই পাচ্ছেন যে কতগুলো বিমান কোম্পানি ঢাকা টু মিশর রুটে চলাচল করে থাকে। কিন্তু এক বিমানের ভাড়া সাথে আরেক বিমানের ভাড়া কখনোই এক হবে না, কারন বিমান ভাড়া কখনো স্থায়ী হয় না বা থাকেনা। তো তাহলে নিচ থেকে এখন দেখে নিন ঢাকা টু মিশর রুটের কোন বিমানের ভাড়া কত।
ঢাকা টু মিশর বিমান ভাড়া কত
ঢাকা টু মিশর বিমান ভাড়া সম্পর্কে জানার আগে আরেকটি বিষয় আপনাদের জেনে নেওয়া খুবই জরুরী, এ বিষয়টি হয়তোবা অনেকেই জানেন আবার হয়তোবা অনেকেই জানেন না। বিষয়টি হচ্ছে আপনারাও উপরে যে বিমানগুলো দেখতে পেরেছেন, সেই বিমানগুলোর দুই শ্রেণীর সিট রয়েছে একটি হচ্ছে ইকোনমিক ক্লাস সিট আরেকটি হচ্ছে বিজনেস ক্লাস সিট। তাহলে অবশ্যই ইকোনোমিক ক্লাস এর সিটের সাথে বিজনেস ক্লাসের সিটের ভাড়া এক হবে না। তাহলে ঢাকা টু মিশর রুটের এই দুই ক্লাসের সিটের ভাড়া দেখে নিন।
কাতার এয়ারওয়েজ
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৫৩,৩৩৭ টাকা থেকে ১,১৮,২১০ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ১,৭৪,৮৩৫ টাকা থেকে ২,২৮,৩০০ টাকা পর্যন্ত।
কুয়েত এয়ারওয়েজ
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৮১,৮০৪ টাকা থেকে ১,৩৫,০১৮ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,১২,৩৮৪ টাকা থেকে ৩,১৬,৬৫০ টাকা পর্যন্ত।
জাজিরা এয়ারওয়েজ
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৮৯,৪৫০ টাকা থেকে ১,৪৩,৫৫০ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,২১,৪০০ টাকা থেকে ৩,৪৪,৪৫০ টাকা পর্যন্ত।
ইতিহাদ এয়ারওয়েজ
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৮০,৫৩০ টাকা থেকে ১,২২,১৭০ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ১,৯৭,৪০০ টাকা থেকে ৩,০৯,৭৫০ টাকা পর্যন্ত।
এয়ার আরাবিয়া
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৮৮,২৩৫ টাকা থেকে ১,১২,৬৫০ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ১,৮৯,৪৮৩ টাকা থেকে ২,৭৪,৪৩৯ টাকা পর্যন্ত।
ওমান এয়ার
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৭৬,১৫০ টাকা থেকে ১,২৩,০৯০ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,০১,৯৩৮ টাকা থেকে ২,৮৮,৪৮৫ টাকা পর্যন্ত।
গালফ এয়ার
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৭৮,২৩৬ টাকা থেকে ১,১৬,৩৬১ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ১,৩৪,৫৭৮ টাকা থেকে ২,৫৬,৯৮৪ টাকা পর্যন্ত।
সৌদি আরবিয়ান এয়ারলাইন্স
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ১,০২,০৯৮ টাকা থেকে ১,৫৩,৫৪৬ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,০৫,৮৭৫ টাকা থেকে ২,৬৭,৪১৯ টাকা পর্যন্ত।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৮৯,৪৫০ টাকা থেকে ১,৮২,৪৫৮ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,৬৭,৫৭৪ টাকা থেকে ৩,৭৮,৪৮৭ টাকা পর্যন্ত।
এমিরেটস এয়ারলাইন্স
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৮১,৮৫০ টাকা থেকে ১,৪৪,৪৬০ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,৩৪,৫৯০ টাকা থেকে ৩,০৯,৫৩৩ টাকা পর্যন্ত।
টার্কিশ এয়ারলাইন্স
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৯৪,১৪৩ টাকা থেকে ১,১৬,৭৭৮ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,২৭,৩৭৮ টাকা থেকে ২,৭৪,৮২৮ টাকা পর্যন্ত।
শ্রীলঙ্কান এয়ারলাইন্স
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৯২,৪৬৬ টাকা থেকে ১,১০,৯৮৩ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,১৯,৩০৯ টাকা থেকে ৩,০৯,৪৭৩ টাকা পর্যন্ত।
মালয়েশিয়া এয়ারলাইন্স
এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৮৮,৪৩৯ টাকা থেকে ১,৩৬,৮৫৬ টাকা পর্যন্ত।
এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,৩৪,৫৮৭ টাকা থেকে ৩,২১,৮৯৪ টাকা পর্যন্ত।
বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার
অনেকেই হয়তো জানতে চান যে বাংলাদেশ থেকে মিশর কত কিলোমিটার। যারা বাংলাদেশ থেকে মিশর যাতায়াত করে থাকেন এর বাহিরেও অনেকে জানতে চান এই বিষয়টি। তো যাই হোক এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে মিশরের দূরত্ব কত কিলোমিটার। বাংলাদেশ থেকে মিশরের দূরত্ব হচ্ছে ৫,৯৪১ কিলোমিটার। তাহলে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ থেকে মিশরের দূরত্ব কত কিলোমিটার।
বাংলাদেশ থেকে মিশর যেতে কত সময় লাগে
বাংলাদেশ থেকে মিশর যেতে কত সময় লাগে, বাংলাদেশ থেকে মিশর যাওয়ার সময় নির্ভর করে সম্পূর্ণ বিমানের উপর যে আপনি কোন বিমানের মাধ্যমে যাচ্ছেন। কারণ একেক বিমান ঢাকা টু মিশর রুটে চলাচলের সময় এক এক দেশে বিরতি দিয়ে থাকে, তো সেই অনুযায়ী এক এক বিমানের মাধ্যমে যেতে এক এক রকম সময় লাগে। তবে বাংলাদেশ থেকে মিশর যেতে সর্বনিম্ন সময় লাগে ১২ ঘন্টা থেকে ১৪ ঘন্টা ৩০ মিনিট এর মত এবং সর্বোচ্চ সময় লাগে ২২ ঘন্টা থেকে প্রায় ২৫ ঘন্টা এর মত।