ঢাকা টু বাহরাইন বিমান ভাড়া ২০২৫

ঢাকা থেকে বাহরাইন অনেকেই বিভিন্ন কাজের ভিসার মাধ্যমে বা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বিমানের মাধ্যমে যাতায়াত করে থাকেন। সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু ঢাকা টু বাহরাইন রুটের বর্তমান বিমান ভাড়া সম্পর্কে জানতে চান। কারণ বিমান ভাড়া কখনোই স্থায়ীভাবে থাকে না প্রতিনিয়ত উঠানামা করে থাকে। তো সেই ক্ষেত্রে এই পোষ্টের মাধ্যমে ঢাকা টু বাহরাইনের বর্তমান বিমান ভাড়া সম্পর্কে তুলে ধরা হবে এছাড়াও ঢাকা টু বাহরাইন রুটের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। তো তাহলে সম্পূর্ণ পোস্টটি যদি আপনারা পড়েন আশা করি ঢাকা টু বাহারাইনের বর্তমান বিমান ভাড়া সহ ঢাকা টু বাহরাইন রুটের আরো কিছু প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন।

ঢাকা টু বাহরাইন বিমান ভাড়া 

যারা ঢাকা টু বাহরাইন বিমান ভাড়া সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই ঢাকা থেকে বাহরাইন বিমানের মাধ্যমে যাতায়াত করতে চাচ্ছেন বা করবেন। তো যাই হোক যদি ঢাকা টু বাহরাইন বিমান ভাড়া সম্পর্কে জানতে চান তাহলে আপনাদের আগে জানতে হবে যে ঢাকা টু বাহরাইন রুটে কোন কোন এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলো চলাচল করে থাকে। কারণ একেক বিমানের ভাড়া এক এক রকম হয়ে থাকে তো নিজেদের সামর্থ্য অনুযায়ী কে কোন বিমানের মাধ্যমে যাবেন সেটা আপনাদের নিজেদের ব্যক্তিগত বিষয়। তো সেই ক্ষেত্রে আপনাদের আগে জেনে নেওয়া উচিত যে ঢাকা টু বাহরাইন রুটে কোন কোন বিমানগুলো চলাচল করে থাকে।

” বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,

” এমিরেটস এয়ারলাইন্স,

” কাতার এয়ারওয়েজ,

” কুয়েত এয়ারওয়েজ,

” জাজিরা এয়ারওয়েজ,

” ফ্লাই দুবাই ও

” গালফ এয়ার।

আরও জানতে পড়ুন,

» বাংলাদেশ টু কাতার বিমান ভাড়া ২০২৫ ?

তাহলে দেখতেই পাচ্ছেন যে ঢাকা টু বাহরাইন রুটে কোন কোন বিমান কোম্পানিগুলো যাতায়াত করে থাকে। এই বিমানগুলোর সিটের শ্রেণী ভাগ করা রয়েছে যেমন বিজনেস ক্লাস ও ইকোনমিক ক্লাস এই দুই ধরনের সিটের ভাড়া দুই রকম হবে। অনেকেই বিজনেস ক্লাসের সেটের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পছন্দ করেন। আবার অনেকেই মধ্যবিত্ত বা স্বল্প খরচের জন্য ইকোনোমিক ক্লাসের সিটের মাধ্যমে যাতায়াত করে থাকে। তো নিচ থেকে এই বিমান গুলোর বর্তমান ভাড়া সম্পর্কে জেনে নিন এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই বিমানের টিকিট কাটতে পারেন।

ঢাকা টু বাহরাইন বিমান ভাড়া কত 

ঢাকা টু বাহরাইন বিমান ভাড়া কত এই সম্পর্কে জানার আগে আপনাদের আরেকটি বিষয় জেনে নেওয়া উচিত, সে বিষয়টি হচ্ছে এই সাইটটি থেকে আপনারা ঢাকা টু বাহরাইন রুটের সব সময় বর্তমান বিমান ভাড়া সম্পর্কে জানতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যে বিমানের মাধ্যমেই ঢাকা থেকে বাহরাইন যান না কেন ঢাকা টু বাহরাইন রুটের মাঝখানের দেশগুলোতে প্রত্যেকটি বিমান ১ অথবা ২টি করে বিরতি দিয়ে থাকে। তাহলে এখন ঢাকা টু বাহরাইন রুটের যে ভাড়াটি উল্লেখ করা হবে সেটি হচ্ছে এক সপ্তাহ থেকে ১৫ দিনের জন্য প্রযোজ্য পরবর্তীতে আবার এই ভাড়া চেঞ্জ হতে পারে, সে ক্ষেত্রে ভাড়া কমও হতে পারে এবং বেশিও হতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 

এই বিমানটির ইকোনোমিক ক্লাস সেটের বর্তমান ভাড়া হচ্ছে ৫৫,৪০৪ টাকা থেকে ৬৭,৪৯২ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের বর্তমান ভাড়া হচ্ছে ১,৭৫,৪৯০ টাকা থেকে ২,০১,৯৮৩ টাকা পর্যন্ত।

এমিরেটস এয়ারলাইন্স 

এই বিমানটির ইকোনোমিক ক্লাস সেটের বর্তমান ভাড়া হচ্ছে ৬৭,৪৪২ টাকা থেকে ৭৮,৪৬১ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের বর্তমান ভাড়া হচ্ছে ২,১০,৪৩৯ টাকা থেকে ২,৫৭,১৫৬ টাকা পর্যন্ত।

কাতার এয়ারওয়েজ 

এই বিমানটির ইকোনোমিক ক্লাস সেটের বর্তমান ভাড়া হচ্ছে ৬১,৮২৫ টাকা থেকে ৭৪,২৮৩ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের বর্তমান ভাড়া হচ্ছে ১,৯০,৮৮৯ টাকা থেকে ২,২৫,৮৭০ টাকা পর্যন্ত।

কুয়েত এয়ারওয়েজ 

এই বিমানটির ইকোনোমিক ক্লাস সেটের বর্তমান ভাড়া হচ্ছে ৬৫,৯৮৭ টাকা থেকে ৭৫,৬৭৩ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের বর্তমান ভাড়া হচ্ছে ১,৯৯,৯০২ টাকা থেকে ২,৩৮,৯৮৩ টাকা পর্যন্ত।

জাজিরা এয়ারওয়েজ 

এই বিমানটির ইকোনোমিক ক্লাস সেটের বর্তমান ভাড়া হচ্ছে ৫১,৪৯১ টাকা থেকে ৬৩,২৯১ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের বর্তমান ভাড়া হচ্ছে ১,৮৭,৩৪৯ টাকা থেকে ২,১৯,৪৮০ টাকা পর্যন্ত।

ফ্লাই দুবাই 

এই বিমানটির ইকোনোমিক ক্লাস সেটের বর্তমান ভাড়া হচ্ছে ৬০,৪২৪ টাকা থেকে ৭১,৭৫২ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের বর্তমান ভাড়া হচ্ছে ২,১৯,৪৫৯ টাকা থেকে ২,৬৯,১০৯ টাকা পর্যন্ত।

গালফ এয়ার 

এই বিমানটির ইকোনোমিক ক্লাস সেটের বর্তমান ভাড়া হচ্ছে ৫৮,৫০৪ টাকা থেকে ৭২,৯৮৮ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের বর্তমান ভাড়া হচ্ছে ১,৯৪,৯৯১ টাকা থেকে ২,৩৪,০৯১ টাকা পর্যন্ত।

ঢাকা টু বাহরাইন ফ্লাইট সিডিউল 

ঢাকা টু বাহরাইন এর ফ্লাইট সিডিউল জানার জন্য অনেকেই এ বিষয়ে সার্চ করে থাকেন। তো উপরে আপনারা যে বিমান কোম্পানিগুলোর ভাড়া সম্পর্কে দেখতে পাচ্ছেন বা বিমানগুলো দেখতে পাচ্ছেন। সেগুলোর কিন্তু প্রত্যেকটির বিমান কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা চাইলে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঢাকা টু বাহরাইন রুটের ফ্লাইট সিডিউল সহ সকল আপডেট তথ্য সম্পর্কে জানতে পারবেন। আশা করি এ বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন।

বাংলাদেশ থেকে বাহরাইন কত কিলোমিটার 

বাংলাদেশ থেকে বাহরাইন এর দূরত্ব কত কিলোমিটার এ বিষয়ে কিন্তু অনেকেই জানতে চান বিশেষ করে যারা বাংলাদেশ থেকে বাহরাইন অথবা বাহরাইন থেকে বাংলাদেশ যাতায়াত করে থাকেন আবার অনেকেই যাতায়াত করতে চাচ্ছেন। বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে বাহরাইন এর দূরত্ব হচ্ছে ৪,০০৬ কিলোমিটার। তাহলে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ থেকে বাহরাইনের দূরত্ব কত কিলোমিটার।

সর্বশেষ কিছু কথাঃ

প্রিয় পাঠক ভাই ও বোনেরা সম্পূর্ণ পোস্টটির যদি পড়ে থাকেন তাহলে আশা করি ঢাকা টু বাহরাইন রুটের যে বর্তমান বিমান ভাড়া রয়েছে সেই সম্পর্কে জানতে পেরেছেন এবং ঢাকা টু বাহরাইন রুটের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যের অনুসন্ধান পেয়েছেন। এরকম আরো বিভিন্ন দেশের বিমান ভাড়া বা যেকোন ভাড়া, যেকোনো দেশের ভিসা সম্পর্কে বা যে কোন দেশে যাওয়ার জন্য কত টাকা লাগে এ সকল বিষয়ে জানতে পারবেন এই সাইটটিতে ভিজিট করে। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Leave a comment