বাংলাদেশ থেকে জাপান যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে বিমান, তো আপনারা যে প্রয়োজনেই ঢাকা টু জাপান বা বাংলাদেশ থেকে জাপান যেতে চাচ্ছেন না কেন, ঢাকা টু জাপান রুটে যে এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলো চলাচল করে থাকে সেই এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলোর মাধ্যমে যেতে হবে। অনেকেই হয়তো আছেন যারা বর্তমানে ঢাকা টু জাপানের বিমান ভাড়া সম্পর্কে জানেন না। তো আশা করি এই পোস্টটি সম্পূর্ণ পড়লে ঢাকা টু জাপান রুটের বিমান ভাড়া সহ আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন।
বাংলাদেশ থেকে জাপান অনেকে অনেক ধরনের প্রয়োজনে গিয়ে থাকেন, কেউ হয়তো পড়ালেখা করার জন্য গিয়ে থাকেন,কেউবা ডাক্তার দেখানোর জন্য গিয়ে থাকেন আবার কেউ হয়তো বা বিজনেস করার জন্য গিয়ে থাকেন। তবে যারা প্রথম প্রথম বাংলাদেশ থেকে জাপান গিয়ে থাকেন তারা হয়তো বুঝতে পারেন না যে কোন এয়ারলাইন্সের মাধ্যমে গেলে সুবিধা বা ভালোভাবে বাংলাদেশ থেকে জাপান পৌছানো যায়। আবার অনেকেই আছেন যারা প্রথম প্রথম বাংলাদেশ থেকে জাপান যাওয়ার জন্য অনলাইনের মাধ্যমে বিমান ভাড়া সম্পর্কে গুগলের মাধ্যমে সার্চও করে থাকেন। তো আশা করি এই পোস্ট থেকে ঢাকা টু জাপানের সর্বশেষ আপডেট ভাড়ার তথ্য পাবেন।
ঢাকা টু জাপান বিমান ভাড়া ২০২৪
ঢাকা টু জাপান বিমান ভাড়া ২০২৪, যারা নতুন নতুন বাংলাদেশ থেকে জাপান যেতে পারছেন বা যাবেন বলে চিন্তা ভাবনা করছেন। তো আপনাদের বিমান ভাড়া সম্পর্কে জানার আগে আরেকটি বিষয় জেনে নেওয়া বেশি জরুরী, সেটা হল ঢাকা টু জাপান রুটে কোন কোন এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলো চলাচল করে থাকে। তাহলে আগে জেনে নেওয়া যাক যে ঢাকা টু জাপান রুটে কোন কোন এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলো চলাচল করে থাকে।
• জাপান এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, এশিয়া এয়ারলাইন, সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালিঙ্গ এয়ারলাইন্স, ইমিরেটস এয়ারলাইন্স, শ্রীলঙ্কান এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, ইতিহাদ এয়ারওয়েজ ও থাই এয়ারওয়েজ।
তাহলে দেখতেই পাচ্ছেন যে ঢাকা টু জাপান রুটে কোন কোন এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলো চলাচল করে থাকে। চাইলে উপরের দেওয়া এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলোর মধ্যে যেকোনো একটিতে বাংলাদেশ থেকে জাপান যেতে পারে। তবে সামর্থ্য অনুযায়ী কিছু এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলোর ভাড়া অনেক বেশি আবার কমও রয়েছে, তো সেই অনুযায়ী যে যার সমর্থ্য অনুযায়ী সেই সকল এয়ারলাইন্স বা এয়ারলাইন্সগুলোতে যেতে পারে। তো যাই হোক তাহলে এখন নিচ থেকে দেখে নিন ঢাকা টু জাপান এর বর্তমান বিমান ভাড়া কত।
ঢাকা টু জাপান বিমান ভাড়া কত
উপরে অবশ্যই দেখেছেন যে ঢাকা টু জাপান রুটে কোন কোন এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলো চলাচল করে থাকে। তাহলে এটাও বুঝতে পেরেছেন যে এক এক এয়ারলাইন্স বা এয়ারওয়েজ এর ভাড়া এক এক রকম হয়ে থাকে। তবে এটুকু বলা যায় যে ঢাকা টু জাপান রুটের বর্তমান বিমান ভাড়া জনপ্রতি সর্বনিম্ন ৭৫,৮৭০ টাকা থেকে ২,০৫,৫৬০ টাকা এর মধ্যে হবে অর্থাৎ এর চেয়ে কম হবে না আবার এর চেয়েও বেশি হবে না। তবে অফার উপলক্ষে অনেক সময় বিমান ভাড়া অনেকটাই কমে যায় আবার অফার শেষ হয়ে গেলে বিমান ভাড়া মূল্য বেড়ে যায়। বিমান ভাড়া কখনোই স্থায়ীভাবে থাকে না হয়তো কমে আর না হয়তো বেড়ে যায়।
তবে এ ভাড়া সম্পর্কে আরেকটা কথা বলতেই হয় সেটি হচ্ছে, ঢাকা টু জাপান রুটের যে বিমানগুলো রয়েছে সেগুলোর ওয়ানস্টপ বা টুস্টপ হিসেবে চলাচল করে থাকে। তো সেই ক্ষেত্রে ওয়ানস্টপ এর বিমান ভাড়া একটু বেশি পড়বে এবং টুস্টপ এর বিমান ভাড়া একটু কম পড়বে কারণ, ওয়ানস্টপ এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলো ঢাকা থেকে জাপান বা জাপান থেকে ঢাকা পৌছাতে সময় একটু কম লাগবে এবং টুস্টপ এর বিমানগুলো দুইটি দেশে বিরতি দেওয়ার কারণে সময় একটু বেশি লাগবে। তো আশা করি আপনারা এ সকল বিষয়ে মোটামুটি বুঝতে পেরেছেন।
এখন আরেকটি কথা না বললেই নয় সেটি হল, ঢাকা টু জাপান রুটের এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলো চলাচল করে সেগুলো সপ্তাহে মাত্র তিন দিন যেমন শুক্রবার, সোমবার ও বুধবার ঢাকা থেকে জাপানের উদ্দেশ্যে গিয়ে থাকে। আবার জাপান থেকে ঢাকার উদ্দেশ্যে ও মাত্র তিন দিন যাতায়াত করে থাকে যেমন শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য।
বাংলাদেশ থেকে জাপান যেতে কত সময় লাগে
অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে জাপান যেতে কত সময় লাগে এ বিষয়ে অনলাইন এর মাধ্যমে সার্চ করে থাকেন। উপরে অবশ্যই দেখেছেন যে কি কি কারণে সময় কম লাগে বা বেশি লাগে। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে জাপান যেতে কত সময় লাগে। ওয়ানস্টপ যে এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলো রয়েছে, সেগুলো ঢাকা থেকে জাপান বা জাপান থেকে ঢাকা পৌছাতে সময় লাগে প্রায় ১২ ঘন্টা থেকে ১৪ ঘন্টা ৩০ মিনিটের মত। আর টুস্টপ এর যে এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলো সেগুলো ঢাকা থেকে জাপান বা জাপান থেকে ঢাকা পৌছাতে সময় লাগে প্রায় ১৯ ঘন্টা থেকে ২২ ঘন্টা ১৫ মিনিটের মত। আবার হয়তো ১০ থেকে ১৫ মিনিট এদিক সেদিক হতে পারে।
সর্বশেষ কিছু কথাঃ
প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যদি এই পোষ্টটি সম্পন্ন পড়ে থাকেন তাহলে আশা করি যে ঢাকা টু জাপান এর বর্তমান বিমান ভাড়া সহ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যের অনুসন্ধান পেয়েছেন। তো এরকম যদি আরো বিভিন্ন দেশের বিমান ভাড়া বা যেকোন তথ্যের প্রয়োজন হয় তাহলে এই সাইটটি ভিজিট করে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।