বর্তমানে কাতারে অনেক দেশের মানুষই বিভিন্ন কাজের মাধ্যমে যেতে চাচ্ছেন বা অনেকেই গিয়েছেন। তো সেই ক্ষেত্রে যারা কাতারে বর্তমানে কোন কাজের চাহিদা বেশি এ বিষয়ে না জেনেই কোন এক ভিসার মাধ্যমে পাড়ি জমিয়েছেন কিন্তু এখন হয়তো বা আফসোস করছেন যে কেন আমি কাজের চাহিদা না জেনেই কাতার আসলাম। আর যারা কাতার যেতে চাচ্ছেন তারা অনেকেই অনলাইনের মাধ্যমে সার্চ করে থাকেন বর্তমানে কাতারে কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কত।
আজকের এই পোস্টের মাধ্যমে তুলে ধরব কাতারে কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কেমন এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যের বিষয় তুলে ধরা হবে। তো আপনারা যারা কাতার যেতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই জেনে নেয়া উচিত যে বর্তমানে কাতার কোন কাজের চাহিদা বেশি ও কোন কাজের বেতন কেমন হয়ে থাকে। তাহলে আর সময় নষ্ট না করে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং জেনে নিন আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো।
কাতার যেতে কত বয়স লাগে
আপনারা যারা জানতে চাচ্ছেন যে কাতারে কোন কাজের চাহিদা বেশি, এ বিষয়টি জানার আগে আপনাদের আরেকটি বিষয়ে জেনে নেওয়া উচিত যে কাতার যেতে কত বছর বয়স লাগে। কারণ যদি আপনার বয়স এর থেকে কম হয় বা বেশি হয় তাহলে কিন্তু আপনারা কাতার যেতে পারবেন না, তাই বয়সের বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কাতার যেতে সর্বনিম্ন বয়স লাগে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৫৫ বছর। তাহলে বুঝতেই পারছেন যে এই বয়সের চেয়ে কম বা বেশি বয়স হলে কিন্তু কোন ভাবেই কাতার যাওয়া যাবে না।
কাতারে কোন কাজের চাহিদা বেশি
কাতারে কোন কাজের চাহিদা বেশি, কাতারে কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কে জেনে নেওয়া উচিত এ কারণেই যেমন ধরুন আপনি একটি কাজ খুবই ভালো পারেন তো সেই কাজের উপর যদি কাতারে বর্তমানে খুব ভালো চাহিদা থাকে তাহলে সে কাজের ভিসার উপর কাতার যেতে পারলে কিন্তু আপনাদের নিজেদেরই খুবই ভালো হবে। তাহলে চলুন দেখে নেয়া যাক কাতারে বর্তমানে কোন কোন কাজগুলোর চাহিদা বেশি।
» কনস্ট্রাকশন,
» আইটি ইঞ্জিনিয়ার,
» ইলেকট্রিশিয়ান,
» মেকানিক্যাল,
» ফায়ার সার্ভিস ম্যান,
» হোটেল বা রেস্টুরেন্ট,
» ড্রাইভিং,
» ক্লিনার,
» ফুট প্যাকেজিং ও
» ফ্যাক্টরি।
আরও পড়ুন,
বাংলাদেশ টু কাতার বিমান ভাড়া ২০২৪ ?
কাতার যেতে কত টাকা লাগে ও কত বয়স লাগে ?
তো উপরে আপনারা যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এ সকল কাজের উপর কাতারে বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে। আপনাদের যদি কারোর এ কাজগুলোর উপর অভিজ্ঞতা বা সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই কাজের ভিসার উপর কাতার যেতে পারেন। আরেকটি বিশেষ কথা হচ্ছে অভিজ্ঞ লোকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন কাতারের কোম্পানি বা ফ্যাক্টরির লোকেরা।
কাতারে কোন কাজের বেতন কেমন
উপরে আপনারা অবশ্যই দেখেছেন যে কোন কোন কাজগুলোর চাহিদা রয়েছে বর্তমানে কাতারে। কাতারে কোন কাজের বেতন কেমন এ বিষয়ে জানার আগে আরেকটি বিষয়ে আপনাদের জেনে নেওয়া খুবই প্রয়োজন। সে বিষয়টি হচ্ছে যে কাতারের টাকার নাম কি বা বাংলাদেশের টাকার সাথে কাতারের টাকার মান কেমন। আবার আপনারা অনেকেই আছেন যারা সার্চ করে থাকেন যে কাতারের ১ টাকায় বাংলাদেশের কত টাকা। কাতারের টাকার নাম হচ্ছে রিয়াল, তো কাতারের ১ রিয়াল = বাংলাদেশের বর্তমান টাকায় ৩২.২২ টাকা। তাহলে এখন জেনে নিন কোন কাজের বেতন কেমন হয়ে থাকে।
তো উপরের কাজগুলোর মধ্যে সব কাজের ক্যাটাগরি বা বেতন কিন্তু একরকম হবে না। কারণ এই কাজগুলোর মধ্যে কিছু কাজ আপনারা দেখতেই পাচ্ছেন যে উচ্চ লেভেলের যেমন আইটি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভিং, কন্সট্রাকশন ও মেকানিক্যাল, এই কাজগুলোর ডিমান্ড কিন্তু বাকি কাজগুলোর থেকে আলাদা। এই কাজগুলোর উপর প্রতি মাসে বেতন দিয়ে থাকে কাতারের ৩,৫০০ রিয়াল থেকে প্রায় ৫,০০০ রিয়াল পর্যন্ত, যা বাংলাদেশী টাকায় ১,০৫,০০০ টাকা থেকে ১,৫৫,০০০ টাকা পর্যন্ত।
আর বাকি যে কাজগুলো দেখতে পাচ্ছেন যেমন ফায়ার সার্ভিস ম্যান, হোটেল বা রেস্টুরেন্ট, ফুট প্যাকেজিং, ফ্যাক্টরি ও ক্লিনার। আবার ক্লিনারের মধ্যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন রোড ক্লিনার, বাসা বাড়ি ক্লিনার, মসজিদ ক্লিনার ও অফিস ক্লিনার। তো এ সকল কাজের উপর প্রতি মাসে বেতন দিয়ে থাকে কাতারের রিয়ালের ১,৫০০ রিয়াল থেকে ২,৫০০ রিয়াল পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় ৪৫,০০০ টাকা থেকে ৮৫,০০০ টাকা পর্যন্ত।
সর্বশেষ কিছু কথাঃ
তো আশা করি যে আপনারা জানতে পেরেছেন কাতারের বর্তমানে কোন কোন কাজগুলোর চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কেমন। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছেন। তো আপনাদের যদি আরো এরকম বিভিন্ন দেশের প্রয়োজনীয় তথ্যের প্রয়োজন হয় তাহলে এই সাইটটি ভিজিট করে দেখে নিতে পারেন।