বর্তমানে অনেকেই হয়তো বাংলাদেশ থেকে মাল্টা যেতে চাচ্ছেন বা যাবেন বলে ভাবছেন। তো সেই ক্ষেত্রে অনেকেই আছেন যারা জানতে চান যে বর্তমানে মাল্টায় কোন কাজের চাহিদা বেশি ও মাল্টা সর্বনিম্ন বেতন কত। এ সকল বিষয়ে জানার জন্য অনেকেই কিন্তু গুগলের মাধ্যমেও সার্চ করে থাকেন। একটি দেশে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু সেই দেশের কাজের সম্পর্কে জেনে নেওয়া বেশি জরুরী, সেটা যেই দেশই হোক না কেন। তো যাই হোক যদি মাল্টায় কাজের চাহিদা সম্পর্কে বা সর্বনিম্ন বেতন সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন আশা করি মাল্টার যে প্রয়োজনীয় গুলো রয়েছে সেই তথ্যের সম্পর্কে জানতে পারবেন।
মাল্টায় কোন কাজের চাহিদা বেশি
অনেকেই আছেন যারা একটি দেশে যাওয়ার আগে সেই দেশ সম্পর্কে বা কাজের সম্পর্কে না জেনে গিয়ে পরে হয়তো বা আফসোস করে থাকেন বা বলেন কেন যে কাজ সম্পর্কে না জেনেই আসলাম। তো আপনারা দেশেই যান না কেন অবশ্যই সেই দেশের সম্পর্কে বা দেশের কাজের সম্পর্কে বা বেতন সম্পর্কে জেনে যাবেন। তো যাই হোক তাহলে এখন চলুন নিচ থেকে জেনে নেয়া যাক মাল্টায় বর্তমানে কোন কোন কাজগুলোর চাহিদা বেশি রয়েছে।
মাল্টায় কাজের চাহিদা সম্পর্কে জানার আগে আরেকটি বিষয় আপনাদের জানা উচিত সে বিষয়টি হচ্ছে, মাল্টা যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে তো সেই ভিসার মধ্যে বিভিন্ন ধরনের কাজও রয়েছে। এই কাজগুলোর মধ্যে যে কাজগুলোর উপর মাল্টায় বর্তমানে যে কাজের চাহিদা বেশি রয়েছে সেই কাজগুলোর সম্পর্কে চলুন নিচ থেকে জেনে নেওয়া যায়।
» সিভিল ইঞ্জিনিয়ার,
» ইলেকট্রিক্যাল,
» কন্সট্রাকশন,
» ড্রাইভিং,
» শেফ,
» রেস্টুরেন্ট কর্মী,
» হোটেল বয়,
» গার্মেন্টস শ্রমিক,
» ডেলিভারি ম্যান,
» ফুড প্যাকেজিং,
» ক্লিনার।
আর জানতে পড়ুন,
» ইতালিতে কোন কাজের চাহিদা বেশি ও বেতন কত ?
তাহলে দেখতেই পাচ্ছেন যে মাল্টায় বর্তমানে কোন কোন কাজগুলোর চাহিদা বেশি রয়েছে। তো আপনাদের এই কাজগুলোর মধ্যে যদি কোন কাজের উপর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই কাজের ভিসার উপর মাল্টায় যেতে পারেন। আরেকটি বিশেষ কথা হচ্ছে যে মালটা যেতে হলে অবশ্যই আপনাদের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে, তা না হলে আপনাদের নিজেদের সমস্যার মধ্যে পড়তে হবে।
মাল্টা সর্বনিম্ন বেতন কত
অনেকেই জানতে চান যে মাল্টা সর্বনিম্ন বেতন কত বা কেমন। উপরে আপনারা অবশ্যই দেখেছেন যে মাল্টায় বর্তমানে কোন গাছগুলোর চাহিদা বেশি রয়েছে। তো এখন কথা হচ্ছে যে, উচ্চ মানের কাজ ও নিম্ন কাজের মান কিন্তু উপরে বোঝাই যাচ্ছে। তো আরেকটি বিশেষ কথা হচ্ছে যে মাল্টায় যেই কাজের ভিসার মাধ্যমেই জন্য যান না কেন অবশ্যই কোন অভিজ্ঞতা বা সার্টিফিকেট থাকতে হবে। কারণ যদি সকল কাগজপত্র বা অভিজ্ঞতা না থাকে তাহলে মাল্টায় সর্বনিম্ন বেতন দিয়ে থাকে যে কোন কাজের উপর। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক মাল্টার কাজের বেতন সম্পর্কে।
উপরের যে কাজগুলো দেখতে পাচ্ছেন সেই কাজগুলোর মধ্যে যেমনঃ রেস্টুরেন্ট কর্মী, হোটেল বয়, গার্মেন্টস শ্রমিক, ডেলিভারি ম্যান, ফুট প্যাকেজিং ও ক্লিনার। এই সকল কাজগুলোর মধ্যে যদি কোন অভিজ্ঞতা না থাকে তাহলে চলবে। এই সকল কাজগুলোর উপর প্রতি মাসে বেতন দিয়ে থাকে মাল্টার প্রায় ৪৫০ ইউরো থেকে ৭০০ ইউরো এর মত, যা বাংলাদেশী টাকায় প্রায় ৫৫,০০০ টাকা থেকে ৮৫,০০০ টাকা এর মত।
তাহলে দেখতেই পাচ্ছেন যে মাল্টায় সর্বনিম্ন বেতন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত হয়ে থাকে। তো আপনাদের যদি এই সকল কাজের উপর অভিজ্ঞতা নাও থাকে তাহলেও মোটামুটি প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যদি অভিজ্ঞতা সহ সার্টিফিকেট থাকে তাহলে তো বুঝতেই পারছেন কি রকম প্রতি মাসে বেতন করবে।
সর্বশেষ কিছু কথাঃ
প্রিয় পাঠক ভাই ও বোনেরা তো আপনারা যদি পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে আশা করি মাল্টায় বর্তমানে কোন কোন কাজগুলোর চাহিদা বেশি ও মাল্টায় সর্বনিম্ন বেতন কত এ সকল বিষয়ে জানতে পেরেছেন। আপনাদের যদি এরকম আরো বিভিন্ন দেশের তথ্যের প্রয়োজন হয় তাহলে এই সাইটটিতে ভিজিট করে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।