কানাডা যেতে কত টাকা লাগে ও বয়স কত লাগে ?

বর্তমান বিশ্বের মধ্যে বর্তমানে কানাডা হচ্ছে শান্ত প্রিয় ও নিয়ম শৃঙ্খলার দিক থেকে শ্রেষ্ঠ এবং উন্নত দেশগুলোর মধ্যে একটি। তো যাই হোক যারা বাংলাদেশ থেকে কানাডা যেতে চাচ্ছেন বা যাবেন, তারা অনলাইনের মাধ্যমে সার্চ করে থাকেন যে কানাডা যেতে কত টাকা লাগে, কানাডা যেতে বয়স কত লাগে, কানাডা যেতে কত পয়েন্ট লাগে বা বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে এ সকল বিষয়ের তথ্য জানতে চান। তাহলে এই সাইটটি সম্পূর্ণ পড়ুন এবং জেনে নিন আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো।

অনেকেই হয়তো বাংলাদেশ থেকে কানাডা যেতে চাচ্ছেন, আবার অনেকের স্বপ্ন যে কানাডা যাবেন। তো সেই ক্ষেত্রে কানাডার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানা খুবই জরুরী, তাহলে আর সময় নষ্ট না করে নিচ থেকে দেখে নিন আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো।

কানাডা যেতে কত টাকা লাগে 

তো যারা জানতে চান কানাডা যেতে কত টাকা লাগে, আসলে কানাডা যেতে কত টাকা লাগে সেটা নির্ভর করে আপনারা কোন কাজের ভিসার মাধ্যমে কানাডা যেতে চান। কানাডা যাওয়ার জন্য কয়েক ধরনের ভিসা রয়েছে, তো তাহলে চলুন আগে দেখে নেওয়া যাক যে কানাডা কোন কোন ভিসার মাধ্যমে যাওয়া যায় এবং কোন ভিসার মাধ্যমে যেতে কত টাকা লাগে।

» স্টুডেন্ট ভিসা,

» ওয়ার্ক পারমিট ভিসা,

» কৃষি ভিসা,

» টুরিস্ট ভিসা ও

» জব ভিসা। 

আরও জানতে পড়ুন,

» বাংলাদেশ টু কানাডা বিমান ভাড়া ২০২৪ ?

তাহলে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ থেকে বর্তমানে কানাডা কোন কোন ভিসার মাধ্যমে যাওয়া যায়। তো এখন দেখে নিন কানাডা কোন ভিসার মাধ্যমে যেতে কত টাকা লাগে।

স্টুডেন্ট ভিসা 

স্টুডেন্ট ভিসার মাধ্যমে কানাডা যেতে টাকা লাগে বর্তমানে ৬,৫০,০০০ টাকা থেকে ৭,৪০,০০০ টাকা এর মত।

ওয়ার্ক পারমিট ভিসা

ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে কানাডা যেতে টাকা লাগে কত, ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। সেই ক্ষেত্রে একেক কাজের ডিমান্ড এর উপর একেক কাজের ভিসার দাম হয়ে থাকে, তবে আনুমানিক ভাবে বলা যায় যে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে কানাডা যেতে টাকা লাগে ৮,৫০,০০০ টাকা থেকে ১২,০০,০০০  টাকার মত।

কৃষি ভিসা  

কৃষি ভিসার মাধ্যমে কানাডা যেতে টাকা লাগে প্রায় ৫,৭০,০০০ টাকা থেকে ৬,০০,০০০ টাকা এর মত।

টুরিস্ট ভিসা 

টুরিস্ট ভিসার মাধ্যমে কানাডা যেতে কত টাকা লাগে, টুরিস্ট ভিসার মাধ্যমে যদি আপনারা তিন মাসের জন্য গিয়ে থাকেন তাহলে একরকম টাকা লাগবে আর যদি ৪ মাস বা ৬ মাসের জন্য যেতে চান তাহলে আরেক রকম ডিমান্ড হবে। ৩ মাসের টুরিস্ট ভিসার জন্য কানাডা যেতে টাকা লাগে ৪,৫০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা এর মত এবং ৪ মাস ৬ মাসের জন্য যেতে টাকা লাগে ৬০০,০০০ টাকা থেকে ৭,৫০,০০০ টাকা এর মত।

জব ভিসা 

যদি জব ভিসার মাধ্যমে কানাডা যেতে চান তাহলে টাকা লাগবে ৭,০০,০০০ টাকা থেকে ৮,৫০,০০০ টাকা এর মত।

কানাডা যেতে কত বয়স লাগে 

কানাডা যাওয়ার জন্য বয়স বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ কানাডা সকল ভিসার মাধ্যমে সকল শ্রেণীর লোক যেতে পারে না। কানাডা যাওয়ার জন্য ৩০-৩৫ বছর বয়সী লোকের সবচেয়ে বেশি সুবিধা হয় কারণ তারা সকল ধরনের ভিসার মাধ্যমে কানাডা যেতে পারে। তবে কানাডা যেতে সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৩৯ বছর।তো  আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

কানাডা যেতে কত পয়েন্ট লাগে 

কানাডা যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে কানাডা যেতে কত পয়েন্ট লাগে। তো সেই পয়েন্ট টার নাম কি, সেই পয়েন্টের নাম হচ্ছে ielts score. পয়েন্টটি শুধু স্টুডেন্ট ভিসার মাধ্যমে প্রযোজ্য, তাহলে এই পয়েন্টের সর্বনিম্ন পয়েন্ট ৬.৫ হলে স্টুডেন্ট ভিসার মাধ্যমে কানাডা যাওয়া যায়। এছাড়া অন্য যে ভিসার মাধ্যমে কানাডা যাওয়া যায় সেগুলোতে পয়েন্ট এর প্রয়োজন নেই।

বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে 

বাংলাদেশ থেকে কানাডা যেতে কত সময় লাগে এ বিষয়টি হয়তো অনেকেই জানতে চান এবং কি সার্চ করেও থাকেন। বাংলাদেশ থেকে কানাডা যেতে অনেক সময় লেগে যায় কারণ, বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার সময় মাঝখানের কিছু দেশে বিরতি দিয়ে থাকে। বাংলাদেশ থেকে সরাসরি কানাডা যাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে আনুমানিক ভাবে বাংলাদেশ থেকে কানাডা যেতে সময় লাগে প্রায় ১৮ ঘন্টা থেকে ২২ ঘন্টা ৩০ মিনিট এর মত। হয়তো বা ২৫ থেকে ৩০ মিনিট এদিক সেদিক হতে পারে।

সর্বশেষ কিছু কথাঃ 

প্রিয় পাঠক ভাই ও বোনেরা যদি আপনারা এই পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকেন, তাহলে আশা করি বাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা লাগে বা বয়স কত লাগে এ সকল বিষয়ে জানতে পেরেছেন এছাড়াও কানাডার আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছেন। তো যাই হোক আপনাদের যদি এরকম আরো বিভিন্ন দেশের তথ্যের প্রয়োজন হয় তাহলে এই সাইটটিতে ভিজিট করে দেখে নিতে পারবেন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Leave a comment