ব্রুনাই যেতে কত টাকা লাগে ২০২৪

ব্রুনাই হচ্ছে এশিয়ার মধ্যে সুন্দর ও উন্নত দেশগুলোর মধ্যে একটি। যে দেশটিতে বাংলাদেশ থেকে প্রায় প্রতিবছর হাজার হাজার মানুষ বিভিন্ন কাজের ভিসার মাধ্যমে নিয়ে থাকেন আবার অনেকেই ভ্রমণের জন্য গিয়ে থাকেন নয়তো লেখাপড়া করার জন্য গিয়ে থাকেন। তো আপনাদের মাঝে অনেকেই আছেন যারা ব্রুনাইয়ের অনেক কিছুর বিষয়ে জানার জন্য গুগলের মাধ্যমে সার্চও করে থাকেন যেমনঃ ব্রুনাই যেতে কত টাকা লাগে, ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে, ব্রুনায় যেতে কি কি কাগজপত্র লাগে ও ইত্যাদি। তো আশা করি যে এই পোস্টটি যদি সম্পূর্ণ পড়েন তাহলে আপনাদের যে তথ্যগুলো জানা প্রয়োজন সে সকল তথ্যের সমাধান এখান থেকেই পেয়ে যাবেন।

ব্রুনাই যেতে কত টাকা লাগে 

বিশেষ করে সবাই জানতে চান যে ব্রুনাই যেতে কত টাকা লাগে, আসলে এই বিষয়টি নির্ভর করে হচ্ছে আপনি কোন কাজের উপর বা কোন ভিসার উপর যেতে চাচ্ছেন। ব্রুনাই অনেকেই অনেক ধরনের প্রয়োজনে গিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে বলা যায় যে একেক ভিসার একেক রকম ডিমান্ড রয়েছে। ব্রুনাই কেউ গিয়ে থাকেন জীবিকা নির্বাহ করার জন্য, কেউ গিয়ে থাকেন ভ্রমণ করার জন্য আবার কেউ গিয়ে থাকেন লেখাপড়া করার জন্য। তো সেই ক্ষেত্রে একেক ভিসার মাধ্যমে যেতে কিন্তু একেক রকম টাকা লাগবে সেটা আপনারা বুঝতে পারছেন।

তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে ব্রুনাই যেতে কত টাকা লাগে, অবশ্যই দেখেছেন যে ব্রুনাই কয়েক ধরনের ভিসা রয়েছে তো সেই ভিসাগুলোর মূল্য কিন্তু একেকটার একেক রকম। তবে আপনাদেরকে এটুকু বলা যায় যে ব্রুনাই যেতে যে কোন ভিসার মাধ্যমে সর্বনিম্ন ৩ লক্ষ ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ ৭০ হাজার টাকা এর মত লাগবে। তবে সর্বনিম্ন ৩ লক্ষ ২০ হাজার টাকা লাগবেই তার নিচে হলে সম্ভব নয় এবং সর্বোচ্চ ৫ লক্ষ ৭০ হাজার টাকা এর উপরে আনুমানিক ভাবে  ২০-৩০ হাজার টাকা বেশিও লাগতে পারে।

আরও জানতে পড়ুন,

» ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি ও বেতন কত ? 

ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে 

ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে, যে কোন দেশেই যাওয়ার জন্য বয়স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ যদি একটি দেশে যাওয়ার জন্য যে বয়সটা প্রয়োজন তার থেকে কম বা বেশি বয়স হলে কিন্তু সেই দেশে যাওয়া সম্ভব নয়। তো যাই হোক ব্রুনাই যেতে কত বছর বয়স লাগে, ব্রুনাই যেতে সর্বনিম্ন বয়স লাগে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স লাগে ৪৫ বছর। তার মানে বোঝা যাচ্ছে যে উপরের দেওয়া এই বয়সের নিচে বা উপরের কোন বয়সের লোক যদি ব্রুনাই যেতে চায় তাহলে কিন্তু যেতে পারবে না।

ব্রুনাই ১ টাকা বাংলাদেশের কত টাকা 

ব্রুনাই যাওয়ার জন্য কিন্তু সেই দেশের টাকার মানের সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন এবং জানা প্রয়োজন সেই দেশের টাকার নাম কি ও মান কেমন। তো  আপনারা অনেকেই আছেন যারা জানতে চান যে ব্রুনাই ১ টাকা বাংলাদেশের কত টাকা। তো তাহলে চলুন আগে আমরা দেখে নেব ব্রুনায়ের টাকার নাম কি তারপর দেখে নেব ব্রুনাই ১ টাকা বাংলাদেশের কত টাকা।

♦ ব্রুনাইয়ের টাকার নাম হচ্ছে ডলার।

♦ ব্রুনাইয়ের ১ ডলার = বাংলাদেশের বর্তমান টাকায় ৮২.৪৪ টাকা। 

তাহলে দেখতেই পাচ্ছেন যে ব্রুনাইট টাকার নাম কি এবং ব্রুনাই ১ টাকা বর্তমানে বাংলাদেশের কত টাকা।

ব্রুনাই যেতে কি কি কাগজপত্র লাগে 

ব্রুনাই যাওয়ার জন্য কিন্তু আরেকটি বিষয়ে জানা খুবই জরুরী সেটি হচ্ছে ব্রুনাই যেতে কি কি কাগজপত্র লাগে। আপনারা যদি নাই জানেন যে ব্রুনাই যেতে কি কি কাগজপত্র লাগে তাহলে কিন্তু আপনাদের নিজেদেরই সমস্যা হবে। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্রুনাই যেতে কি কি কাগজপত্র লাগে।

» অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে।

» পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি।

» জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের ফটোকপি।

» কোভিড-১৯ এর সার্টিফিকেট।

» যে কোম্পানি বা অ্যাম্বাসির মাধ্যমে যাবেন সেই কোম্পানির অল সকল ইনফরমেশন এর অনলাইন ফটোকপি।

» এবং পুলিশ ক্লিয়ারেন্স এর সার্টিফিকেট।

তাহলে দেখতেই পাচ্ছেন যে বৈধভাবে ব্রুনাই যাওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে। এই কাগজপত্র ছাড়া বুঝতেই পারছেন যে ব্রুনাই যাওয়া সম্ভব নয়।

সর্বশেষ কিছু কথাঃ 

প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যদি এই পোস্টটি সম্পূর্ণ পরে থাকেন তাহলে আশা করি আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো সম্পর্কে জানতে পেরেছেন। আপনাদের যদি এরকম আরো বিভিন্ন দেশের তথ্যের প্রয়োজন হয় তাহলে এই সাইটটিতে ভিজিট করে দেখে নিতে পারেন আশা করি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Leave a comment