বাংলাদেশ টু মেক্সিকো বিমান ভাড়া ২০২৫

সুপ্রিয় পাঠক ভাই ও বোনেরা যারা বাংলাদেশ থেকে মেক্সিকো যাতায়াত করতে চাচ্ছেন বা বিভিন্ন কাজের ভিসার মাধ্যমে অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে মেক্সিকো গিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই বাংলাদেশ টু মেক্সিকো এর বর্তমান বিমান ভাড়া সম্পর্কে জানার জন্য গুগলের মাধ্যমে সার্চ করে থাকেন। বিমান ভাড়া সব সময় উঠানামা করে থাকে এই কারণে সকলেই বর্তমান বিমান ভাড়া সম্পর্কে জানতে চান। কিন্তু আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা বাংলাদেশ টু মেক্সিকো এর বর্তমান বিমান ভাড়া সহ বাংলাদেশ টু মেক্সিকো রুটের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন। তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং জেনে নিন আপনাদের প্রয়োজনীয় তথ্য গুলো।

বাংলাদেশ টু মেক্সিকো বিমান ভাড়া 

তাহলে যারা বাংলাদেশ থেকে মেক্সিকো চলাচল করে থাকেন, সবাই কিন্তু জানেন যে বাংলাদেশ থেকে মেক্সিকো বিমানের মাধ্যমেই শুধু চলাচল করা যায়। সেই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ টু মেক্সিকো এর বিমান ভাড়া সম্পর্কে জানার আগে আপনাদের আগে জেনে নেয়া উচিত বাংলাদেশ টু মেক্সিকো রুটে কোন কোন বিমান কোম্পানির বিমানগুলো চলাচল করে থাকে। কারণ বাংলাদেশ টু মেক্সিকো রুটে যে বিমানগুলো চলাচল করে থাকে এই বিমানগুলোর ভাড়া কিন্তু একটা সাথে আরেকটা এক হবে না, অবশ্যই এক একটার ভাড়া এক এক রকম হবে। তাহলে চলুন আগে দেখে নেওয়া যাক বাংলাদেশ টু মেক্সিকো রুটে কোন কোন বিমান গুলো চলাচল করে থাকে। উপর জেনে নিব সেই বিমানগুলোর ভাড়া সম্পর্কে।

» এমিরেটস এয়ারলাইন্স,

» সিঙ্গাপুর এয়ারলাইন্স,

» কাতার এয়ারওয়েজ,

» ব্রিটিশ এয়ারওয়েজ,

» চায়না সাউদার্ন এয়ারলাইন্স,

» ইতিহাদ এয়ারওয়েজ, 

» মালয়েশিয়া এয়ারলাইন্স ও

» টার্কিশ এয়ারলাইন্স। 

আরও জানতে পড়ুন,

♦ ঢাকা টু নিউইয়র্ক বিমান ভাড়া ২০২৫ ?

তাহলে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ টু মেক্সিকো রুটে কোন কোন কোম্পানির বিমানগুলো চলাচল করে থাকে।তো এখন এই বিমানগুলোর ভাড়া সম্পর্কে নিচ থেকে জেনে নিন।

বাংলাদেশ টু মেক্সিকো বিমান ভাড়া কত 

এই বিমানগুলোর ভাড়া সম্পর্কে জানার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের জেনে নেওয়া উচিত। সে বিষয়টি হচ্ছে এই বিমানগুলোর প্রত্যেকটির দুইটি ক্লাসের সিট রয়েছে যেমনঃ একটি হচ্ছে ইকোনোমিক ক্লাসের সিট ও আরেকটি হচ্ছে বিজনেস ক্লাসের সিট। তো নিচে এই দুই ধরনের সিটের ভাড়ায় উল্লেখ করা হবে, আপনাদের সুবিধা অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী আপনারা আপনাদের বিমানের টিকিট বেছে নিতে পারেন। তাহলে নিচ থেকে দেখে নিন কোন বিমানের ভাড়া কি রকম।

» এমিরেটস এয়ারলাইন্স 

এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,১৮,৫৭৬ টাকা থেকে ৩,১৮,৮৯৩ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৪,৮৫,৯২৭ টাকা থেকে ৬,৫৯,৫৩৩ টাকা পর্যন্ত।

» সিঙ্গাপুর এয়ারলাইন্স 

এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,১৪,৪৮৭ টাকা থেকে ২,৭৫,৯০৭ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৩,৮৭,৩৪৯ টাকা থেকে ৫,৮৪,১২৯ টাকা পর্যন্ত।

» কাতার এয়ারওয়েজ 

এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,২৪,৫৬৭ টাকা থেকে ৩,১৭,৬৬৭ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৩,৯১,৯১৬ টাকা থেকে ৫,২৯,৫৮৩ টাকা পর্যন্ত।

» ব্রিটিশ এয়ারওয়েজ 

এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,৩১,৫৮৪ টাকা থেকে ৩,২৯,৫০৪ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৪,১২,৪৫৯ টাকা থেকে ৫,৮৯,৫৮৪ টাকা পর্যন্ত।

» চায়না সাউদার্ন এয়ারলাইন্স 

এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,২৯,৮৪৩ টাকা থেকে ৩,১৫,৪০৩ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৫,৫৮,৪৯৩ টাকা থেকে ৭,৪৫,৬৮৯ টাকা পর্যন্ত।

» ইতিহাদ এয়ারওয়েজ 

এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,১৬,৩৯২ টাকা থেকে ২,৭৮,৪৯৮ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৪,৪১,৪৯৮ টাকা থেকে ৫,৯৫,৬৮৬ টাকা পর্যন্ত।

» মালয়েশিয়া এয়ারলাইন্স 

এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,১৯,৩৮১ টাকা থেকে ২,৯৯,১২১ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৪,৩৮,৪৫৮ টাকা থেকে ৬,০৯,৪৮৯ টাকা পর্যন্ত।

» টার্কিশ এয়ারলাইন্স 

এই বিমানটির ইকোনমিক ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ২,২৯,৩৪৮ টাকা থেকে ৩,৫৫,৪৮৪ টাকা পর্যন্ত।

এবং বিজনেস ক্লাসের সিটের ভাড়া হচ্ছে ৫,৫৪,৬৭৮ টাকা থেকে ৭,৬৯,৫৯৪ টাকা পর্যন্ত।

বাংলাদেশ থেকে মেক্সিকো কত কিলোমিটার 

অনেকেই আছেন যারা জানতে চান যে বাংলাদেশ থেকে মেক্সিকো এর দূরত্ব কত কিলোমিটার। মেক্সিকো হচ্ছে আমেরিকার পার্শ্ববর্তী একটি দেশ যে দেশটিতে অনেকেই অনেক ধরনের প্রয়োজনে গিয়ে থাকেন, তাই অনেকেই জানতে চান যে বাংলাদেশ থেকে মেক্সিকো কত কিলোমিটার। বাংলাদেশ থেকে মেক্সিকো এর দূরত্ব হচ্ছে ১৪,৫৬৩ কিলোমিটার। তো তাহলে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ থেকে মেক্সিকো কত কিলোমিটার।

 বাংলাদেশ থেকে মেক্সিকো যেতে কত সময় লাগে 

যারা বাংলাদেশ থেকে কখনো মেক্সিকো যাতায়াত করেননি তাদের মধ্যেই অনেকেই জানতে চান যে বাংলাদেশ থেকে মেক্সিকো যেতে কত সময় লাগে। বাংলাদেশ থেকে মেক্সিকোর যে বিমানগুলো চলাচল করে থাকে, সেই বিমানগুলো বাংলাদেশ টু মেক্সিকো রুটে সরাসরি কোন ফ্লাইট নেই। সর্বনিম্ন ১টি বিরতি দিয়ে থাকে এবং সর্বোচ্চ ১ টি বিরতি দিয়ে থাকে।

তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশ টু মেক্সিকো রুটে যে বিমানগুলো ১টি বিরতি দিয়ে থাকে সেই বিমানগুলোতে বাংলাদেশ থেকে মেক্সিকো যেতে সময় লাগে প্রায় ২২ ঘন্টা থেকে ২৪ ঘন্টার মত। এবং যে বিমানগুলো ২-৩ টি করে বিরতি দিয়ে থাকে সেগুলোতে যেতে সময় লাগে প্রায় ৩৬ ঘন্টা থেকে ৪০ ঘন্টার মত। আবার যান্ত্রিক ত্রুটির কারণে হয়তোবা ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা এর মত এদিক সেদিক হতে পারে।

Leave a comment