ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা, নিয়ম, চার্জ ও সুবিধা ?

বর্তমান সময়ে ডিজিটাল লেনদেনের মাধ্যমে সবাই সবকিছু কেনাকাটা বা দেনা পাওনা করে থাকেন। সময় স্বল্পতা বা সহজ নিয়মে যেখানে ইচ্ছা সেখান থেকেই তাদের সকল দেনা পাওনা বা কোন বিপদ-আপদ থেকে টাকার লেনদেন করে থাকেন ক্রেডিট কার্ড এর মাধ্যমে।

তো আপনারা যারা ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা, ডাচ-বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড করার নিয়ম, ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড চার্জ ও ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডের সুবিধা সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য এই পোস্টের মাধ্যমে এই সকল তথ্যের সঠিক তথ্যগুলো তুলে ধরা হচ্ছে। তাহলে আপনারা চাইলে সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনাদের প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জেনে নিতে পারেন।

ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা 

যারা ডাচ-বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড করতে চাচ্ছেন। তো ডাচ-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আগে জানতে হবে ডাচ-বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা সম্পর্কে। তো তাহলে চলুন এই  সম্পর্কে নিচ থেকে আগে জেনে নেওয়া যাক।

∗ সর্বপ্রথম যে যোগ্যতা প্রয়োজন সেটি হল বয়স, সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স ৫৫ বছর হতে হবে।

∗ তারপরে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড থাকতে হবে। 

∗ তারপরে পাসপোর্ট সাইজের রঙিন অথবা পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা ছবি এবং নমিনীর ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। 

∗ তারপর চাকরিজীবী বা ব্যবসায়ী একটি সার্টিফিকেট থাকতে হবে।

∗ বাংলাদেশের নাগরিকত্বর একটি সার্টিফিকেট থাকতে হবে।

∗ চাকরিজীবীদের ক্ষেত্রে স্যালারি শীট লাগবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে টিন সার্টিফিকেট থাকতে হবে। 

∗ এবং সর্বশেষ চাকরিজীবীদের ক্ষেত্রে সর্বনিম্ন মাসিক আয় ২৮,০০০ টাকা থাকতে হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সর্বনিম্ন মাসিক প্রায় থাকতে হবে ৫০,০০০ টাকা।

আরো জানতে পড়ুন,

» ইসলামী ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা, নিয়ম, চার্জ ও সুবিধা ?

তাহলে দেখতেই পাচ্ছেন যে বর্তমানে ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা সম্পন্ন হতে কি কি থাকতে হবে ও লাগবে।

ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড করার নিয়ম 

ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড করার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চান যে ডাচ বাংলা ব্যাংকে ক্রেডিট কার্ড করার জন্য নিয়ম গুলো কি কি। তাহলে চলুন নিচ থেকে দেখে নেওয়া যাক ডাচ-বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড করার নিয়ম সম্পর্কে।

∗ সর্বপ্রথম যদি ডাচ বাংলা একাউন্ট খোলা না থাকে তাহলে খুলে নিতে হবে যেকোনো একটি ডাচ বাংলা ব্যাংকের শাখায় গিয়ে।

∗ তারপর কয়েক মাস অ্যাকাউন্ট চালু রাখার পর সেই ব্যাংক একাউন্টের একটি স্টেটমেন্ট উঠিয়ে নিতে হবে। 

∗ তারপর ডাচ বাংলা ব্যাংকের কোন শাখায় গিয়ে সেই ব্যাংক স্টেটমেন্ট সাথে করে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে হবে। আর যদি অনলাইনের মাধ্যমে নিজেই আবেদন করতে চান তাহলে https://www.dutchbanglabank.com/electronic-banking/credit-cards.html এই ওয়েবসাইটটিতে ঢুকে আবেদন করে নিতে পারেন। 

∗ আবেদন সম্পন্ন হওয়ার কয়েকদিন পরে সেই ক্রেডিট কার্ডটি হাতে পাবেন। 

ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড চার্জ 

ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড চার্ট সম্পর্কে অনেকে জানতে চান, বিশেষ করে যারা এই ডাচ বাংলা ব্যাংকে ক্রেডিট কার্ড করতে চাচ্ছেন বা করবেন। তো যাই হোক প্রথমে যদি ডাচ বাংলা ব্যাংকে ক্রেডিট কার্ড করে থাকেন তাহলে এক বছর এর কোন চার্জ দেওয়ার দরকার নেই। তারপরের বছর থেকে ক্রেডিট কার্ডের চার্জ নিয়মিত পরিশোধ করতে হবে। তো সেই ক্রেডিট কার্ডের বাৎসরিক চার্জ কিরকম পরে, বর্তমানে ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডের বাৎসরিক চার্জ ফি হচ্ছে ৬৯০ টাকা। আবার হয়তো বা ৫-১০ টাকা এদিক সেদিক হতে পারে।

ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড এর সুবিধা 

ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড এর সুবিধা গুলো কি কি, এ বিষয়ে কিন্তু জানতে চাইবেন তারাই যারা ডাচ বাংলা ব্যাংকে কোন ক্রেডিট কার্ড খুলেছেন বা খুলবেন। কারণ যারা ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড করেছে তারা অবশ্যই জানতে চাইবেন যে এই ক্রেডিট কার্ডের সুবিধা গুলো কি কি রয়েছে। তাহলে চলুন নিচ থেকে জেনে নেওয়া যাক ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডের সুবিধা সম্পর্কে।

• ক্রেডিট কার্ড করার পরে এক বছর কোন চার্জ ফি দিতে হয় না। 

• দেশের যেকোনো জায়গা থেকে ক্রেডিট কার্ড দিয়ে চার্জ ফি টাকা উত্তোলন করা যাবে। 

• দেশের যত বড় বড় কেনাকাটার শপিংমল রয়েছে সেগুলো অনেক ছাড়ে কেনাকাটা করতে পারবেন। 

• সহজ EMI এর ফ্যাসালিটির মাধ্যমে সর্বোচ্চ ৩৬ কিস্তি পর্যন্ত বিল পরিশোধের সুবিধা রয়েছে।

• এবং আরো কিছু সুবিধা রয়েছে এই ডাচ-বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে।

সর্বশেষ কিছু কথাঃ

প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যারা এই পোস্টটির সম্পূর্ণ পড়েছেন তারাই হয়তো জানতে পেরেছেন যে বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতা কি রকম লাগে, ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড এর নিয়ম গুলো কি কি, ডাচ বাংলা ব্যাংক এর বাৎসরিক চার্জ ফি কিরকম এবং এই ক্রেডিট কার্ডে সুবিধাগুলো কি কি। তো আপনাদের যদি এরকম আরো বিভিন্ন ধরনের তথ্যের প্রয়োজন হয় তাহলে এই সাইটটিতে ভিজিট করে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Leave a comment