নতুন পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪। পাসপোর্ট করতে কত টাকা লাগে ?

যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে নতুন পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে ও নতুন পাসপোর্ট করতে কত টাকা লাগে। সকল বিষয়ে জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চও করে থাকেন। তো আশা করি এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন নতুন পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে। তাহলে অনুগ্রহপূর্বক সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং জেনে নিন আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো।

অনেকেই হয়তো জরুরী কোন কাজের জন্য দেশের বাহিরে যাবেন কিন্তু পাসপোর্ট করেননি। তো সেই ক্ষেত্রে অনেকেই জানেন না যে নতুন পাসপোর্ট করতে কি কি লাগে বা কত টাকা লাগে। তো যারা নতুন করে পাসপোর্ট করতে চাচ্ছেন তারা চাইলেই পোস্টটি সম্পূর্ণ পড়ে আপনারা নিজেরাই কোন ঝামেলা ছাড়াই নতুন পাসপোর্ট করতে পারবেন। তো তাহলে নিচ থেকে দেখে নিন কিভাবে নতুন পাসপোর্ট করতে হয় বা নতুন পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে।

নতুন পাসপোর্ট করতে কি কি লাগে 

নতুন পাসপোর্ট করতে যে কাগজপত্র লাগবে, সেই কাগজ গুলোর মধ্যে যদি কোন একটি কাগজ না থাকে তাহলে কিন্তু পাসপোর্ট করতে পারবেন না। অবশ্যই পাসপোর্ট করতে যে সকল কাগজপত্র প্রয়োজন সেই কাগজপত্রের প্রত্যেকটি কাগজপত্র নিয়ে পাসপোর্ট করার জন্য যাবেন। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক তার নতুন পাসপোর্ট করতে কি কি লাগে।

◊ পাসপোর্ট অনলাইন আবেদনের ফটোকপি।

◊ পাসপোর্ট অ্যাপ্লিকেশন এর সামারি কপি।

◊ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের মূল কপি। 

◊ পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

◊ নাগরিকত্ব সনদ

◊ পাসপোর্ট ফি প্রদানের স্লিপ বা রশিদ।

◊ ইউনিয়ন বা পৌরসভার চেয়ারম্যান সার্টিফিকেট।

◊ পেশার সনদ অর্থাৎ স্টুডেন্ট, চাকরিজীবী অথবা বিজনেসম্যান এর সনদ। 

আরোও জানতে পড়ুন,

» ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪। ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক ?

তো দেখতেই পাচ্ছেন যে নতুন পাসপোর্ট করার জন্য কি কি কাগজপত্র লাগে। তাহলে যারা নতুন করে পাসপোর্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই ওপরের দেওয়া যে কাগজপত্রগুলো সংগ্রহ করে তারপর পাসপোর্ট করতে যাবেন।

পাসপোর্ট করতে কত টাকা লাগে 

পাসপোর্ট করতে কত টাকা লাগে, আসলে পাসপোর্ট করা যায় দুটি নিয়মে একটি হলো ৫ বছরের আরেকটি হচ্ছে ১০ বছরের। তো এখানকার যেকোনো একটি সালের পাসপোর্ট করতে পারবেন অর্থাৎ হয়তো পাঁচ বছরের পাসপোর্ট করতে হবে আর না হয় ১০ বছরের পাসপোর্ট করতে হবে। তাহলে চলুন এখন নিচ থেকে দেখে নেওয়া যাক ৫-১০ বছরের রেগুলার বা ইমারজেন্সি পাসপোর্ট করতে কতদিন লাগে ও কত টাকা লাগে।

মেয়াদ পৃষ্ঠা সংখ্যা রেগুলার পাসপোর্ট এর দাম সুপার এক্সপ্রেস পাসপোর্ট এর দাম
৫ বছর ৪৮  ৪,০২৫ টাকা  ৬,৩২৫ টাকা
৫ বছর ৬৪  ৬,৩২৫ টাকা  ৮,৬২৫ টাকা
১০ বছর ৪৮  ৫,৭৫০ টাকা  ৮,০৫০ টাকা
১০ বছর ৬৪  ৮,০৫০ টাকা  ১০,৩৫০ টাকা

তাহলে দেখতেই পাচ্ছেন যে ৫ বছরের পাসপোর্ট এর ৪৮ পৃষ্ঠা এর রেগুলার দাম ও সুপার এক্সপ্রেস এর দাম কিরকম। এবং ১০ বছরের পাসপোর্ট এর ৪৮ পৃষ্ঠা এর রেগুলার দাম ও সুপার এক্সপ্রেস এর দাম কিরকম। তবে যদি কোন দালালের মাধ্যমে পাসপোর্ট করে থাকেন সেই ক্ষেত্রে আপনার আরো অনেক বেশি টাকা লাগতে পারে। তো আপনারা যদি চান তাহলে অনলাইনের মাধ্যমে নিজেরাই পাসপোর্ট এর আবেদন বা যাবতীয় সকল কার্যক্রম করতে পারবেন।

৫ বছর মেয়াদী পাসপোর্ট করতে কত টাকা লাগে 

উপরে অবশ্যই দেখতে পেরেছেন যে ৫ বছর মেয়াদী পাসপোর্ট করতে কত টাকা লাগে। ৫ বছর মেয়াদের ৪৮ পৃষ্ঠা ও ৬৪ পৃষ্ঠা এর রেগুলার এবং সুপার এক্সপ্রেস এর পাসপোর্ট করতে কত টাকা লাগে এ বিষয়ে অবশ্যই আপনারা জানতে পেরেছেন। ৫ বছর মেয়াদী রেগুলার পাসপোর্ট করতে টাকা একটু কম লাগে কিন্তু সময় একটু বেশি লাগে। আর সুপার এক্সপ্রেস পাসপোর্ট করতে সময় খুবই অল্প দিন লাগে কিন্তু টাকা একটু বেশি লাগে। এই দুই ধাপের কাগজপত্র সব একই রকম শুধু সময়ের কারণে টাকা কম বেশি লাগে।

১০ বছর মেয়াদী পাসপোর্ট করতে কত টাকা লাগে 

১০ বছর মেয়াদী পাসপোর্ট করতে কত টাকা লাগে, যদি সম্পূর্ণ পোস্টটি পড়ে থাকেন তাহলে অবশ্যই জানতে পেরেছেন যে ১০ বছর মেয়াদী পাসপোর্ট করতে কত টাকা লাগে ও ৪৮ বা ৬৪ পৃষ্ঠার জন্য কত টাকা লাগে এবং আরো জানতে পেরেছেন যে ১০ বছর মেয়াদী রেগুলার পাসপোর্ট ও সুপার এক্সপ্রেস পাসপোর্ট এর জন্য কত টাকা লাগে। তো আশা করি আপনারা এ বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন।

সর্বশেষ কিছু কথাঃ 

প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যদি পোস্টটি সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে আশা করি জানতে পেরেছেন যে নতুন পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এবং কত টাকা লাগে। তো আপনাদের এরকম আরো বিভিন্ন তথ্যের প্রয়োজন হলে এই সাইটটিতে ভিজিট করে দেখে নিতে পারেন আশা করি আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Leave a comment