ফিলিপাইন ভিসা খরচ 2025

ফিলিপাইন অনেকেই অনেক ধরনের কাজের জন্য গিয়ে থাকেন, বাংলাদেশ থেকে বর্তমানে অনেক মানুষ ফিলিপাইনে বিভিন্ন ধরনের কাজের ভিসার মাধ্যমে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসার খরচ কেমন হয় এ বিষয়ে জানা প্রয়োজন। এবং কি অনেকেই আছেন যারা ফিলিপাইন ভিসা খরচ বা ফিলিপাইন যেতে কত টাকা লাগে এ সকল বিষয়ে গুগলের মাধ্যমে সার্চও করে থাকেন। তাহলে যদি পোস্টটি সম্পূর্ণ পড়েন আশা করি আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো সম্পর্কে জানতে পারবেন।

ফিলিপাইন ভিসা খরচ 

যারা বাংলাদেশ থেকে ফিলিপাইন যেতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই জানা উচিত যে ফিলিপাইন যেতে কত টাকা লাগে বা ফিলিপাইনের ভিসার খরচ কেমন পড়বে। তো তার আগে আমাদের কিন্তু আরেকটি বিষয় জানা জরুরী সে বিষয়টি হচ্ছে ফিলিপাইন কোন কোন ভিসার মাধ্যমে যাওয়া যায়। তো তাহলে চলুন আগে দেখে নেই ফিলিপাইন কোন কোন ভিসার মাধ্যমে যাওয়া যায় তারপর না হয় জেনে নেওয়া যাবে ফিলিপাইনের কোন ভিসার খরচ কেমন।

• বিজনেস ভিসা,

• ভিজিট ভিসা,

• স্টুডেন্ট ভিসা,

• ইলেকট্রনিক ভিসা ও

• লেবার ভিসা। 

আরও জানতে পড়ুন,

» ঢাকা টু ফিলিপাইন বিমান ভাড়া ২০২৫ ?

তাহলে দেখতেই পাচ্ছেন যে কোন কোন ভিসার মাধ্যমে ফিলিপাইন বর্তমানে যাওয়া যায়। তো আপনারা যারা ফিলিপাইন যেতে চাচ্ছেন এই সকল ভিসার মাধ্যমেই যেতে পারবেন। আরেকটি বিশেষ কথা হচ্ছে যে উপরে দেওয়া ভিসাগুলোর মধ্যে যদি কোন ভিসার মাধ্যমে আপনারা ফিলিপাইন যেতে চান তাহলে কিন্তু অবশ্যই সেই ভিসার মাধ্যমে ফিলিপাইন যেতে কত টাকা লাগে এ বিষয়টি কিন্তু জানা জরুরী।

ফিলিপাইন ভিসার দাম কত 

ফিলিপাইন ভিসার দাম কত, তো আপনারা যেই ভিসার মাধ্যমেই ফিলিপাইন যান না কেন অবশ্যই কিন্তু জানা প্রয়োজন যে ফিলিপাইন কোন ভিসার দাম কত টাকা। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফিলিপাইনের বর্তমানে কোন ভিসার দাম কত টাকা।

♦যদি ফিলিপাইন সরাসরি কোন এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে ফিলিপাইন ভিসার দাম পড়বে ৩,০০,০০০ ঢাকা থেকে ৪,৫০,০০০ টাকা এর মত। 

♦যদি কোন দালালের মাধ্যমে ফিলিপাইন কোন ভিসার মাধ্যমে যেতে চান তাহলে ফিলিপাইন ভিসার দাম পড়বে প্রায় ৪,০০,০০০ টাকা থেকে প্রায় ৭,০০,০০০ টাকা এর মত। 

♦এবং যদি সরাসরি ফিলিপাইনের কোন কোম্পানির সাথে কনট্যাক্ট করেন বা পরিচিত কোন লোকের মাধ্যমে ফিলিপাইন কোন ভিসার মাধ্যমে যেতে চান তাহলে ভিসার দাম পড়বে মাত্র ২,৫০,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকা এর মত। 

তাহলে বুঝতেই পাড়ছেন যে দালালের মাধ্যমে বা সরাসরি কোন এজেন্সি এবং ফিলিপাইনের কোন কোম্পানি বা পরিচিত লোকের মাধ্যমে কোন ভিসার উপর যদি ফিলিপাইন যাওয়া হয় তাহলে কি রকম টাকা লাগবে। এগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন যে দালালের মাধ্যমে ফিলিপাইন কোন ভিসার মাধ্যমে যেতে সবচেয়ে বেশি টাকা লেগে থাকে। তো যাই হোক তাহলে চলুন এখন নিজ থেকে জেনে নেই যে ফিলিপাইন যেতে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগে। এ বিষয়টিও জানা কিন্তু অত্যন্ত জরুরি।

ফিলিপাইন যেতে কি কি কাগজপত্র লাগে 

বাংলাদেশ থেকে ফিলিপাইন যেতে কি কি কাগজপত্র লাগে এ বিষয়টি জানা এ কারণেই জরুরী যে ধরুন ফিলিপাইন যাওয়ার জন্য সকল কাগজপত্র আপনার আছে কিন্তু আপনি জানেন না যে আরো কিছু কাগজপত্র লাগে তাহলে কিন্তু আপনাদের নিজেদেরই হয়রানির শিকার হতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ থেকে ফিলিপাইন যেতে কি কি কাগজপত্র লাগে।

* একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং সর্বনিম্ন ছয় মাসের মেয়াদ থাকতে হবে।

* জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে।

* পাসপোর্ট সাইজের কয়েক কপি রঙিন ছবি লাগবে।

* মেডিকেল সার্টিফিকেট লাগবে।

* করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট থাকতে হবে।

* পুলিশ ক্লিয়ারেন্স এর সার্টিফিকেট লাগবে।

* সর্বনিম্ন ৬ মাসের ব্যাংক একাউন্টের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।

* এবং সর্বশেষ হচ্ছে যে ভিসা বা কোম্পানির মাধ্যমে ফিলিপাইন যাবেন সেগুলোর অনলাইন ফটোকপি থাকতে হবে।

তো দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ থেকে ফিলিপাইন যেতে বর্তমানে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগে।

সর্বশেষ কিছু কথাঃ 

প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা যদি পোস্টটির সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে আশা করি ফিলিপাইনের ভিসা খরচ বা ফিলিপাইন যেতে কত টাকা লাগে এবং ফিলিপাইন সরাসরি বা দালালের মাধ্যমে যেতে কিরকম টাকা লাগে এ সকল বিষয়ে জানতে পেরেছেন। আপনাদের যদি এরকম আরো বিভিন্ন দেশের তথ্যের প্রয়োজন হয় তাহলে এই সাইটটিতে ভিজিট করে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Leave a comment