শীতের আগমন নিয়ে স্ট্যাটাস, উক্তি, ছন্দ ও কবিতা

শীতের মৌসুমের জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন শীতের ঋতুকে উপভোগ করার জন্য। কম বেশি সব মানুষই কিন্তু শীতের ঋতুকে অনেক বেশি উপভোগ করে থাকেন। কেননা শীতের প্রত্যেকটি দিন যেন উপভোগ করার মত। সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু শীতের আগমন নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ বিভিন্ন কিছু সংগ্রহ করে থাকেন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এ ব্যবহার করার জন্য। এই পোস্টের মাধ্যমে শীতের আগমন নিয়ে কিছু নতুন নতুন ছন্দ, স্ট্যাটাস ও ক্যাপশন এগুলো তুলে ধরা হবে। আপনারা চাইলে এগুলো সংগ্রহ করে নিতে পারেন।

শীতের আগমন নিয়ে উক্তি 

শীতকাল মানেই সকাল বেলা, শীতকাল মানেই পিঠার উৎসব, সেই শীতকালে যেন আমায় দেখা দিচ্ছেনা।

চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত গুণ গুণ পাখি গায় শীত শীত শীত। 

শীত আসবে বলে পাখি ডাকে ওই দেখো চোখটা মিলিয়া।

সখী শীত আসিবে কবে শীতের প্রহরে যেন আমার মনটা ব্যাকুল হয়ে আছে শীতের সকাল উপভোগ করবো বলে।

 কুয়াশা ভরা প্রভাত শিক্ত কিশলয় সন্ধ্যা বেলায় হিমেল বাতাসে তোর পরিচয়।

শীতের অপেক্ষায় যেন আমার দিন রাত এক হয়ে গেল তবুও যেন শীতকাল আসছে না, মনে যেন কেমন ভালো লাগছে না শুধু ভেতরে হাহাকার করছে।

এই অসহ্য গরমে বেসামাল অবশেষে এলো শীতকাল উলের মোঝা আর গরম চাদর একটু রোদ ভিষণ কদর। 

শীতের আগমন নিয়ে স্ট্যাটাস 

শীতকাল তুই এমন কেন রে ? একটু দেখা দে না আমার দিয়ে যা একটু মানসিক শান্তি।

গ্রীষ্ম, শরৎ কি বলল সেটাতে আমার কিছু যায় আসে না, আর শুধু শীতের সকাল আর বিকাল প্রয়োজন।

শীতের আগমনে যেন আমার ব্যাকুল হৃদয় হয়ে আছে একাকার, তাই বুঝি হয় শুধু তোমারেই দেখে এ হৃদয় বারবার।

শীত এসেছে শিশির ছুয়েছে শীতের পরশ লেগেছে খেজুরের রসে। 

শীতের সকালে সেই ভাপা পিঠা খাওয়ার জন্য হলেও শীতকে আমার খুবই প্রয়োজন, শীতকাল তুমি আসবে কবে।

শীতের আগমন নিয়ে ক্যাপশন 

এই তীব্র গরমে আর মন চায় না গ্রীষ্মকাল, শরৎকাল, হেমন্তকাল। কইরে তুই শীতকাল একটু দেখা দে না আমায়।

শীত কুয়াশার পথের ধারে শীতের পরেই বসন্ত শীত আগমন বার্তা নিয়ে বঙ্গমাঝে হেমন্ত।

গাছের পাতাগুলো সবার অগোচরে ডেকে নিয়ে আসে শীতকে কিছুটা রুক্ষতা আর অনেকটা আলসেমি মাঝানো অনুভূতি নিয়ে।

শীতের আগমনে যেন আমার সেই ছোটবেলার সকল আনন্দময় দিনগুলো মনে পড়ে গেল, আহা কত সুন্দরী না ছিল সেই দিনগুলো।

শীতের আগমনে ছোটবেলার সেই রঙিন দিনের কথা যেন বারবার ভেতরটাকে কাঁপিয়ে উঠায়, কেন ঠিক সেটা বলতে পারছি না।

শীতের আগমন নিয়ে ছন্দ 

 প্রিয় শীতের আগমনে যেন তোমার সেই খোপায় বকুল ফুলের মালার কথা মনে পড়ে গেল।

শীতের আগমনের সেই হিমেল হাওয়ায় কেন আমার মনের সকল বেদনা দূর হয়ে যায়, কেউ কি বলতে পারও কেন।

শীত আসে হেলে পড়ে সূর্য রাত, নদী গ্রাস করে দিন থেমে যায় কোলাহল বন্ধ হয় চেতনা।

ওহে শীত তুমি কেন এত দেরি করছ, তোমার প্রহরে যেন আমার সময় কাটছে না, কাটছে না কোন ঘড়ির কাটা।

শীত এসেছে হঠাৎ চুপটি করে ঘাপটি মেরে কাপুনি জ্বর নাকি শীতের তরে, মনের ভেতর প্রশ্ন করে।

শীতের আগমন নিয়ে কবিতা 

শীতের আগমন

দেবাশীষ চন্দ্র

শীতের আগমনে প্রকৃতি সাজে,
কুয়াশা পড়ে থাকে পাতার ভাঁজে,
সবুজ ঘাস হয়ে যায় আরো যেন সবুজ,
সন্ধ্যে না হতেই শুরু হয় কুয়াশার বুঝ।

সূর্য মামা উদয় হয় সদায় লাজুক হয়ে,
সারাদিন আলো দিয়ে বিদায় নেয় ক্লান্তি বয়ে,

রাত মানেই শীতের তাণ্ডব, পেঁচানো গরম কাঁথা
সকাল সকাল পরে কুয়াশার ঘন ঘন ফোঁটা।

সকালের ওই মিষ্টি রোদে আরাম লাগে খুব,
গোসল করার সময় মন বলে রোদ থাকতেই দেই ডুব,
গোসল শেষে নতুন বেশে রোদে গিয়ে বসি,
একটুখানি বসতে না বসতে সূর্য দেয় বিদায়ের হাসি।

শীত মানেই তরতাজা শাকসবজি সমাহার,
শীত মানে প্রকৃতির এক অপরূপ বাহার,
শীত মানে তিলের টপি আর মোয়া খাওয়ার ধুম,
শীত মানেই খেয়ে দেয়ে আরামে দেই ঘুম।

শীতের মাঝে ভালো লাগা কাজ করে সদায়,
শীত আমার ভালোলাগা তাই, চাই না হোক বিদায়,
শীত মানে হরেক রকম পিঠার সমাহার,
শীত মানে মন্ডা মিঠাই আরো কত কিছুর বাহার। 

সর্বশেষ কিছু কথাঃ

প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনাদের যদি এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব দের মাঝে শেয়ার করবেন এবং আরো এরকম বিভিন্ন ধরনের পোস্ট পেতে এই সাইটটিতে নিয়মিত ভিজিট করুন আশা করি আরো অনেক ভালো ভালো এরকম পোস্ট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Leave a comment