কলকাতা টু নেপাল বিমান ভাড়া ২০২৪

কলকাতা হচ্ছে ভারতের একটি বিভাগ যেখানে ভারতের বাঙ্গালীদের আনাগোনা বেশি। কলকাতা থেকে অনেকেই নেপালে ভ্রমণের উদ্দেশ্যে গিয়ে থাকেন আবার অনেকে বিজনেস অর্থাৎ ব্যবসার জন্যও গিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে অনেকেই ট্রেন বা বাস এর চেয়ে অল্প সময়ে ও নিরাপদ যাতায়াতের জন্য মাধ্যমে যাতায়াতের চেয়ে বিমানের মাধ্যমে কলকাতা থেকে নেপাল যাতায়াত করে থাকেন। তো যারা কলকাতা টু নেপালের বর্তমান বিমান ভাড়া সম্পর্কে জানতে চাচ্ছেন, আশা করি এই পোষ্টের মাধ্যমে থেকেই কলকাতা টু নেপালের বিমান ভাড়া সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন।

কলকাতা টু নেপাল বিমান ভাড়া 

যারা কলকাতা থেকে নেপাল যাওয়ার জন্য কলকাতা টু নেপালের বিমান ভাড়া সম্পর্কে জানতে চান। তারা হয়তো বা কলকাতা থেকে নেপাল বিমানের মাধ্যমে যেতে চাচ্ছেন বা যাবেন। তো সেই ক্ষেত্রে কলকাতা টু নেপাল বিমান ভাড়া সম্পর্কে জানার আগে আপনাদের আগে জানতে হবে যে কলকাতা টু নেপাল রুটে কোন কোন বিমান কোম্পানির বিমানগুলো চলাচল করে থাকে। কারণ যদি কয়েকটি এয়ারলাইন্স বা এয়ারওয়েজ কলকাতা থেকে নেপাল যাতায়াত করে থাকে, তাহলে কিন্তু একেক বিমানের ভাড়া অবশ্যই একেক রকম হবে। তো সেই ক্ষেত্রে তাহলে চলুন আগে দেখে নেওয়া যাক কলকাতা টু নেপাল রুটে কোন কোন এয়ারলাইন্স বা এয়ারওয়েজ গুলো চলাচল করে থাকে।

¤ নেপাল এয়ারলাইন্স,

¤ ইন্ডিগো এয়ার,

¤ এয়ার ইন্ডিয়া 

¤ ভিস্তরা এয়ারলাইন্স, ও

¤ মাল্টিপল এয়ারলাইন্স। 

তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কলকাতা টু নেপাল রুটে বর্তমানে কোন কোন বিমান কোম্পানি গুলো চলাচল করে থাকে। নিজ থেকে এই বিমানগুলোর বর্তমান ভাড়া সম্পর্কে জেনে যার যার সামর্থ্য অনুযায়ী সেই বিমানের মাধ্যমে ওয়ানওয়ে অথবা রাউন্ডওয়ে যেকোনো টিকিট কেটে কলকাতা থেকে নেপাল অথবা নেপাল থেকে কলকাতা যাতায়াত করতে পারবেন।

আরও জানতে পড়ুন,

» বাংলাদেশ টু নেপাল বিমান ভাড়া ২০২৪ ?

কলকাতা টু নেপাল বিমান ভাড়া কত 

তো উপরে অবশ্যই দেখতে পেরেছেন যে কলকাতা টু নেপাল রুটে কোন কোন বিমান কোম্পানির বিমানগুলো যাতায়াত করে থাকে। তো সেই বিমানগুলোর কিন্তু শুধু যাওয়ার এবংকি যাওয়া-আসা দুটো টিকিটেরই ব্যবস্থা রয়েছে, যার যার সুবিধা অনুযায়ী যেকোনো একটি টিকিটের মাধ্যমে কলকাতা থেকে নেপাল যাতায়াত করতে পারেন। তাহলে আর সময় নষ্ট না করে চলুন নিচ থেকে জেনে নেওয়া যাক সেই প্রত্যেকটি বিমানগুলোর বর্তমান সম্পর্কে।

এয়ার ইন্ডিয়া 

এই বিমানটির কলকাতা টু নেপাল রুটের ওয়ানওয়ে টিকিটের বর্তমান ভাড়া হচ্ছে ১৫,১২৫ টাকা এবং রাউন্ডওয়ে এর বর্তমান ভাড়া হচ্ছে ২৯,১৬৮ টাকা।

ভিস্তরা এয়ারলাইন্স 

এই বিমানটির কলকাতা টু নেপাল রুটের ওয়ানওয়ে টিকিটের বর্তমান ভাড়া হচ্ছে ১৯,৫৯৫ টাকা এবং রাউন্ডওয়ে এর বর্তমান ভাড়া হচ্ছে ৩৭,৯৬৪ টাকা।

ইন্ডিগো এয়ার 

এই বিমানটির কলকাতা টু নেপাল রুটের ওয়ানওয়ে টিকিটের বর্তমান ভাড়া হচ্ছে ২১,১৬৯ টাকা এবং রাউন্ডওয়ে এর বর্তমান ভাড়া হচ্ছে ৪০,৩৯৮ টাকা।

নেপাল এয়ারলাইন্স 

এই বিমানটির কলকাতা টু নেপাল রুটের ওয়ানওয়ে টিকিটের বর্তমান ভাড়া হচ্ছে ২২,৪৫০ টাকা এবং রাউন্ডওয়ে এর বর্তমান ভাড়া হচ্ছে ৪২,৮৭৮ টাকা।

মাল্টিপল এয়ারলাইন্স 

এই বিমানটির কলকাতা টু নেপাল রুটের ওয়ানওয়ে টিকিটের বর্তমান ভাড়া হচ্ছে ২২,৯৮৭ টাকা এবং রাউন্ডওয়ে এর বর্তমান ভাড়া হচ্ছে ৩৯,৯৯৯ টাকা।

কলকাতা থেকে নেপাল কত কিলোমিটার 

কলকাতা থেকে নেপাল শহরের দূরত্ব কত কিলোমিটার এ বিষয়ে কিন্তু অনেকেই জানতে চান বিশেষ করে যারা কলকাতা থেকে নেপালে যাতায়াত করে থাকেন বা করতে চাচ্ছেন। তাছাড়াও এই সকল বিষয় কিন্তু জেনে রাখা উচিত কেননা অনেক সময় কিন্তু এ সকল বিষয়ে জানার অনেক প্রয়োজন হয়। তো যাই হোক, কলকাতা থেকে নেপালের দূরত্ব হচ্ছে ৮৭৮ কিলোমিটার। তো তাহলে দেখতেই পাচ্ছেন যে কলকাতা থেকে নেপাল শহরের দূরত্ব কত কিলোমিটার।

কলকাতা থেকে নেপাল যেতে কত সময় লাগে 

কলকাতা থেকে নেপাল যেতে কত সময় লাগে এ বিষয়ে কিন্তু অনেকেই জানতে চাই। কলকাতা থেকে নেপাল বাস, ট্রেন এবং বিমানের মাধ্যমে যাতায়াত করা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এক এক যানবাহনে যেতে এক এক রকম সময় লাগবে এটা আপনারা সবাই জানেন। তাহলে কলকাতা থেকে নেপাল বিমানের মাধ্যমে যেতে কত সময়। কলকাতা থেকে নেপাল বিমানের মাধ্যমে যেতে সময় লাগে ১ ঘন্টা ৩৫ মিনিট থেকে ১ ঘন্টা ৫০ মিনিটের মত। আবার হয়তোবা যান্ত্রিক ত্রুটির কারণে ৫-১০ মিনিট এদিক সেদিকও হতে পারে।

সর্বশেষ কিছু কথাঃ 

প্রিয় পাঠক ভাই ও বোনেরা তো আপনারা যদি সম্পূর্ণ পোস্টটি পড়ে থাকে তাহলে আশা করি কলকাতা টু নেপালের বর্তমান বিমান ভাড়া সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়াও কলকাতা টু নেপাল রুটের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছেন। তো আপনাদের যদি ভাড়া সংক্রান্ত আরো কোন তথ্যের প্রয়োজন হয় বা যেকোনো দেশের যেকোনো ভাড়া সম্পর্কে জানতে আমাদের এই সাইট থেকে ভিজিট করে জেনে নিতে পারবেন। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Leave a comment