বাহরাইন কোন কাজের চাহিদা বেশি। বাহরাইন সর্বনিম্ন বেতন কত 

বাহরাইন হলো কাতার ও সৌদি আরবের মাঝখানে সমুদ্রের মধ্যে অবস্থিত আরব দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। দেশটিতে প্রচুর কাজের চাহিদার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পদে শ্রমিক নিয়োগ দিচ্ছেন বাহরাইন সরকার। তাই বর্তমানে দেশটিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যাচ্ছেন বিভিন্ন কাজের ভিসার মাধ্যমে। তো যারা বাংলাদেশ থেকে কোন কাজের ভিসার মাধ্যমে বাহরাইন যেতে যাচ্ছেন কিন্তু জানেন না যে বাহরাইন বর্তমানে কোন কোন কাজগুলোর চাহিদা বেশি রয়েছে। এ বিষয়টি জানার জন্য অনেকেই কিন্তু গুগলের মাধ্যমে সার্চও করে থাকেন। তো আশা করি এই পোস্টটি যদি আপনারা সম্পূর্ণ করেন তাহলে বাহরাইনের বর্তমান কাজের চাহিদা সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন।

বাহরাইন কোন কাজের চাহিদা বেশি 

বাহরাইন যাওয়ার জন্য কিন্তু অবশ্যই আগে জানতে হবে যে বাহরাইনে বর্তমানে কোন কোন কাজের চাহিদা গুলো বেশি রয়েছে। কারণ একটি দেশে যেতে হল কিন্তু অবশ্যই সেই দেশের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা উচিত, সেটা যে কোন দেশ হোক না কেন। তো তাহলে চলুন এখন নিচ থেকে জেনে নেয়া যাক বর্তমানে বাহরাইন কোন কোন কাজগুলোর চাহিদা বেশি রয়েছে।

• চিকিৎসা বিশেষজ্ঞ, নার্স, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, কন্সট্রাকশন, ড্রাইভিং, শেফ, হোটেল বা রেস্টুরেন্ট, ক্লিনার, ফ্যাক্টরি, শপিংমল, নির্মাণ কাজ ও কৃষি কাজ। 

তাহলে দেখতেই পাচ্ছেন যে বর্তমানে বাহরাইন কোন কোন কাজগুলোর চাহিদা বেশি রয়েছে। তো এই কাজগুলোর উপর যদি কোন কাজের উপর অভিজ্ঞতা বা সার্টিফিকেট থেকে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে সেই কাজের ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে বাহরাইন যেতে পারেন। আরেকটি বিশেষ কথা হচ্ছে যে যারা বাহরাইন যেতে খুবই আগ্রহী, তারা হয়তো অনেকেই জানেন যে বাহরাইন কাজের ভিসার ক্ষেত্রে সার্টিফিকেট বা অভিজ্ঞতা ছাড়া তেমন কোন গুরুত্ব দেয় না।

বাহরাইন কাজের বেতন কত 

বাহারাইন কোন কাজের বেতন কত বা বাহরাইন কাজের বেতন কত এ বিষয়ে কিন্তু অনেকেই জানতে চান। উপরে আপনারা অবশ্যই দেখতে পেরেছেন যে বাহরাইন বর্তমানে কোন কোন কাজ গুলোর চাহিদা বেশি রয়েছে। এটাও দেখতে পেরেছেন যে উচ্চমানের কাজ ও নিম্নমানের কাজ গুলোর মধ্যে কোন কোন কাজগুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে বাহরাইন কাজের বেতন কিন্তু কাজের উপর ভিত্তি করে বেতন অবশ্যই কম বেশি হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাহারাইন কোন কাজের বেতন কত।

বাহরাইন কাজের বেতন সম্পর্কে জানার আগে আরেকটি বিষয়ে জানা উচিত বলে মনে করি। সে বিষয়টি হচ্ছে বাহরাইন টাকার মান কেমন। কারণ টাকার মান সম্পর্কে না জানা থাকলে কিন্তু কাজের বেতন সম্পর্কে জানতে অসুবিধা হবে। তো তাহলে অবশ্যই কিন্তু বাহরাইন এর টাকার সাথে বাংলাদেশী টাকার মান কেমন এ বিষয়ে জানা উচিত।

• বাহরাইন এর টাকার নাম হচ্ছে দিনার।

• বাহরাইন ১ দিনার = বাংলাদেশি টাকার বর্তমান ২৯১.১৩ টাকা। 

আরো জানতে পড়ুন,

» ঢাকা টু বাহরাইন বিমান ভাড়া ২০২৪ ?

উচ্চমানের কাজ গুলোর মধ্যে যেমনঃ চিকিৎসা বিশেষজ্ঞ, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল। কন্সট্রাকশন ও ড্রাইভিং। এ সকল কাজগুলোর বেতন সবচেয়ে বেশি দিয়ে থাকে বাহরাইন দেশটি। এই সকল কাজগুলোর উপর প্রতি মাসে বেতন দিয়ে থাকে বাহরাইন এর ১,৮০০ দিনার থেকে ২,৫০০ দিনার এর মত, যা  বাংলাদেশী টাকার প্রায় ৫,৬৫,০০০ টাকা থেকে ৭,২৭,০০০ টাকা এর মত। তাহলে দেখতেই পাচ্ছেন এই কাজগুলোর কি রকম ডিমান্ড রয়েছে বর্তমানে বাহরাইনে।

আর বাকি যে কাজগুলো রয়েছে মধ্য ও নিম্নমানের যেমনঃ হোটেল বা রেস্টুরেন্ট, শেফ, বিভিন্ন ধরনের ক্লিনার, ফ্যাক্টরি, শপিংমল, নির্মাণ কাজ ও কৃষিকাজ। এ সকল কাজগুলোর উপর প্রতি মাসে সর্বনিম্ন বেতন দিয়ে থাকে বাহরাইনের ১৭৫ দিনার থেকে ২৫০ দিনার এর মত, যা বাংলাদেশি টাকায় ৫১,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা এর মত।

বাহরাইন সর্বনিম্ন বেতন কত 

যারা অল্প টাকার মধ্যে কোন কাজের ভিসার মাধ্যমে বাহরাইন যেতে চাচ্ছেন বা যাবেন তারাই কিন্তু সার্চ করে থাকেন যে বাহরাইন সর্বনিম্ন বেতন কত। আপনারাও উপরের অবশ্যই দেখতে পেরেছেন যে বাহরাইনের সর্বোচ্চ বেতন কোন কোন কাজ গুলোর মধ্যে দিয়ে থাকে এবং সর্বনিম্ন বেতন কোন কোন কাজগুলোর মধ্যে দিয়ে থাকে।

তো তাহলে সর্বনিম্ন বেতনের যে কাজগুলো দেখতে পাচ্ছেন, সেই কাজগুলোর উপর কিন্তু সর্বনিম্ন বেতন দিয়ে থাকে বাহরাইন দেশটি। বর্তমানে বাহরাইন সর্বনিম্ন বেতন দিয়ে থাকে বাংলাদেশী টাকার ৫০,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা এর মত। বাহারাইন সর্বনিম্ন যে বেতন রয়েছে এর থেকে কম বা এর থেকে বেশি হবে না। তো আশা করি আপনারা সর্বনিম্ন বেতন সম্পর্কে বুঝতে পেরেছেন।

সর্বশেষ কিছু কথাঃ

প্রিয় পাঠক ভাই ও বোনেরা তো আপনারা যদি সম্পূর্ণ পোস্টটি পড়ে থাকেন তাহলে আশা করি বাহরাইন বর্তমান কোন কাজের চাহিদা বেশি ও বাহরাইন কোন কাজের বেতন কত এবং বাহরাইন সর্বনিম্ন বেতন কত এ সকল বিষয়ে জানতে পেরেছেন। যদি এরকম আরো বিভিন্ন দেশের তথ্যের প্রয়োজন হয়, তাহলে এই সাইটটিতে ভিজিট করে দেখে নিতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে সেই প্রশ্নের উত্তর গুলো জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Leave a comment